মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট পশ্চিম পাড়া হুসাইন (রাঃ) মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭মার্চ) সন্ধ্যা ৭টার সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট রাজনৈতিক ও সমাজ সেবক ফারাজী মাসুদুর রহমান টিটো, ঐ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা মোস্তফা কামাল, সভা সঞ্চালনা করেন অভয়নগর উপজেলা কৃষক লীগের সভাপতি মুন্সী আব্দুল মাজেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষক ও সমাজ সেবক কাজী রবিউল ইসলাম, অত্র মাদ্রাসার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক কাজী গ্রাম ডাক্তার হুসাইন আহমাদ, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সমাজ সেবক কবির হোসেন, আলহাজ্ব মনিরুজ্জামান, এম ফজলুর রহমান, দ্বীন হুসাইন, মোঃ সবুর, নূর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠিত বার্ষিক সভায় মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ বোডিং এর অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে সার্বিক দিকনির্দেশনা মুল্যক আলোচনা ও পবিত্র রমজান মাসের ফজিলত নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পরে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন, কাজী গ্রাম ডাঃ হুসাইন আহমাদ।