মোঃ কামাল হোসেন,বিশেষ প্রতিনিধি
অভয়নগরে শারদীয় দুর্গাপুজায় উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন গ্রাম পুলিশের মাঝে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টায় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে এ অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। অভয়নগর উপজেলা গ্রাম পুলিশের সভাপতি মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী যশোর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুর রউফ মোল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমারেশ বৈরাগী, সুন্দলী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমিরণ সরকার, অভয়নগর থানা তাঁতী লীগে সভাপতি জিয়াউর রহমান জিয়া বাবুসহ বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ইউপি সদস্যবৃন্দ।