বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশে স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বিএসসিএল  গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে কয়রায় মানববন্ধন   কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই সভা বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু 

আত্ম গোপনে থাকা শীর্ষ মাদক ব্যাবসায়ী আক্কাস গ্রেফতার 

রিপোর্টারের নাম / ২৭০ টাইম ভিউ
আপডেট : রবিবার, আগস্ট ১৩, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ

লিয়াকত হোসেন রাজশাহী:

 

রাজশাহীর শীর্ষ মাদক ব্যাবসায়ী দীর্ঘদিন আত্মগোপনে থাকা ১১ মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আক্কাস আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে আরএমপি কাঁটাখালি থানা পুলিশের একটি অপারেশন দল। (১২ আগস্ট) শনিবার দিবাগত রাত্রি ভোর সাড়ে ৪ টার সময় কাঁটাখালি থানাধীন ভারত সীমান্তের ১০ নাম্বার চর সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেফতারকৃত শীর্ষ মাদক সম্রাট আক্কাস আলী(৪৫) রাজশাহীর কাঁটাখালি থানাধীন চরখিদিরপুর এলাকার মৃত ইমরান আলীর ছেলে।

 

 

 

 

কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, কাঁটাখালি থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস ১০ নম্বর চর সংলগ্ন এলাকায় অবস্থান করছে।

 

 

 

এরই ধারাবাহিকতায় শনিবার দিবাগত ভোর রাত সাড়ে ৪ টার দিকে মতিহার জোনের এডিসি একরামুল হকের নেতৃত্বে থানার ওয়ারেন্ট অফিসার এসআই চঞ্চলসহ পুলিশের একটি টিম ভারত সীমান্ত এলাকা ১০ নাম্বার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

 

তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে অধিকাংশই ফেনসিডিলের মামলা। বেশ কিছু মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকলেও দীর্ঘদিন তিনি আত্ম গোপনে ছিলেন। পালিয়ে কখনও ভারত ও আশেপাশের চরের বিভিন্ন স্থানে থাকার কারনে তাকে দীর্ঘ দিন পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

 

 

 

গ্রেপ্তারকৃত আসামীকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান মতিহার জোনের এডিসি একরামুল হক।

 

গ্রেপ্তারকৃত আক্কাসের স্ত্রী জানান, শনিবার ভোর ৪ টার দিকে ১৫ থেকে ২০ জন কাঁটাখালি থানা পুলিশের একটি টিম ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করে। কাঁটাখালি থানা পুলিশের কাছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে জানতে চাইলে পুলিশ জানায়,তার বিরুদ্ধে একাধিক মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। এ জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও পুলিশ জানিয়েছে।

 

এ বিষয়ে আরএমপি কাঁটাখালি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন,রাজশাহীর শীর্ষ চিহ্নিত মাদক সম্রাট হিসাবে পরিচিত ছিলেন আক্কাস। তার ব্যবসায়ীক পার্টনার ছিলেন ডাঁসমারি এলাকার আলো তিনি ক্রসফায়ারে নিহত হন বেশ কিছু দিন আগে। তার পর থেকে আক্কাস আত্ম গোপনে ছিলেন। দীর্ঘদিন থেকে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। এরি ধারাবাহিকতায় শনিবার দিবাগত ভোর সাড়ে ৪ টার সময় ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর