আহসান হাবীব স্টাফ রিপোর্টারঃ–
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ২ওয়ার্ড চর হাসান আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের উদ্যােগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারী ( রবিবার) বিকাল ৪ ঘটিকা হতে চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলহাজ্ব খলিল উল্যাহ মিয়া কলেজের প্রতিষ্ঠাতা, এডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে মাহফিলে বয়ান পেশ করেন, সাভার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইয়াহ ইয়া তাকী, ঝিগাতলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব,
হযরত মাওলানা মাছুম বিল্লাহ, আজাদ নগর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা নিজাম উদ্দীন, চর হাসান ইসলামীয়া দাখিল মাদ্রাসার সুপার, হযরত মাওলানা মোকাম্মেল হোসেন প্রমুখ।
বক্তারা, দূর্ভিক্ষ রোধে সকলকে চাষাবাদ করার আনুরোধ জানান, বাল্য বিবাহ বন্ধ, মাদক সন্ত্রাস , জঙ্গীবাদ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সোচ্ছার হতে আহবান জানান।
পরে মাহফিলে আগত হাজার হাজার শ্রোতাদের নিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।