এসকে এম হেলাল উদ্দিন
হয়তো পেয়েছি অনেক কিছু, নয়তো বা পাইনি
পেয়েছি এমন কিছু, যা হয়তো চাইনি।
দেখেছি অনেক কিছু, যা হয়তো দেখতে চাইনি
হারিয়েছি অনেক কিছু, যা হয়তো হারাতে চাইনি।
চাওয়া পাওয়ার অনেক হিসেব হয়তো মেলেনা,
সুখে হাসি, কষ্টের বেদনা হয়তো ভুলা যাবেনা।
তবুও তো পেয়েছি সময়, কেটে গেছে বেলা
দুঃখময় স্মৃতিগুলো দিয়ে যায় জ্বালা।
অনেক দুঃখের মাঝেও হয়তো পেয়েছি সুখ,
বেদনার দিন পেছনে ফেলে হয়তো দেখবো আলোর মুখ।
দিন আসে দিন চলে যায়,দুঃখ আসে দুঃখ চলে যায়-
আগামীর সুখের আশায় মন রয় প্রতীক্ষায় ।
সময় ক্ষণ স্রোত সুখ দুঃখ কিছুই বেঁধে রাখা যায় না,
জরাজীর্ণ ব্যথা বেদনা আর ফিরে পেতে চাইনা।
সব পেছনে ফেলে তোমার শুভ আগমন চাইছে আকাশ বাতাস-
মানব কল্যাণ ও মহাসুখের বরতা নিয়ে এসো হে বৈশাখ।