মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫  ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট মোংলায় কোডেক’র শিশুদের অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ  সৌদিতে বাস–ট্যাঙ্কার সংঘর্ষ, ৪২  ওমরাহযাত্রী নিহত বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রফিকুল ইসলাম রাতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস শেখ হাসিনার ফাঁসির রায়ে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

কাপাসিয়ায় স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ‘২০২৫ অনুষ্ঠিত 

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ৫৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫, ৮:৩৬ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে এবং প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো কাব স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ২০২৫’।

 

সোমবার (২৩ জুন) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়। কাব কার্নিভালে অংশগ্রহণ করেন উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১’শ ৮০ জন শিক্ষার্থী, অভিভ যোগে উপজেলার ইউনিট লিডার, উডব্যাজার এবং উপজেলা স্কাউট কমিটির সদস্যবৃন্দ। দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের একযোগে উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা স্কাউট কমিটির মাধ্যমে প্রোগ্রাম টি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতিমন্ত্রী ডাঃ তামান্না তাসনীম সকাল ১০টায় জাতীয় পতাকা এবং উপজেলা স্কাউট কমিশনার মোঃ মোবারক হোসেন প্রধান ও সম্পাদক ওমর ফারুকের স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা সম্পাদক আব্দুস সাত্তার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ওসমান গনি , আমজাদ হোসেন, পাপড়ি, তোফাজ্জল হোসেন প্রমুখ। দিনব্যাপী কাব কার্নিভালে ৬টি আকর্ষণীয় স্টেশনভিত্তিক প্রতিযোগিতা- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া। এ সকল ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতার চর্চা করার সুযোগ পায়। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। এতে শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর