বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার (৩০জুন) সকালে জনগণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাস্ক বিতরণে সহযোগিতা করেন অত্র হাসপাতালের খাদ্য ও পথ্যের সরবরাহকারী ও ঠিকাদার হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এবং মোঃ কামরুল হাসান (মাসুদ) । এছাড়াও হাসপাতালে ব্যবহারের জন্য বেশকিছু কেবিন ক্লিপবোর্ড, রোগীদের বেড বোর্ড, কোর্টফাইল এর ব্যবস্থা করা হয়েছে । এসময় ধনবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার বলেন, ” কেভিড-১৯ এর উর্ধ্বগতি রোধে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে । বিভিন্ন দিক নির্দেশনামূলক প্রচারণার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে । মাস্ক ব্যবহার, সাবান দিয়ে হাত ধোয়া, তিন ফিট দুরত্ব বজায় রাখা সহ অনান্য সকল স্বাস্থ্যসম্মত ব্যবস্থা গ্রহণ করতে হবে । সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এই কোভিডকে নিয়ন্ত্রণে রাখা কঠিন কিছু না “। হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, ” কোভিড মোকাবিলায় সরকারি বেসরকারি সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে । সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি লোকজনকে এগিয়ে আসতে হবে জনসচেতনতা বৃদ্ধি করতে । অনেক গরীব মানুষ টাকার অভাবে মাস্ক ব্যবহার করতে পারে না, তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করতে হবে । অন্যান্য স্বাস্থ্য সামগ্রী সাধ্য অনুযায়ী বিতরণে সমাজের ধনী শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে “। হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এবং মোঃ কামরুল হাসান মাসুদ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকারকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগী এবং রোগীর আত্মীয় স্বজনদের মাঝে মাস্ক বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংবাদিক জাহাঙ্গীর আলম, রাকিব হাসান সহ অনান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।