মোক্তার হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধি
আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানবজাতির ভবিষ্যতের রূপকার ।শিক্ষক হলেন বন্ধু ,দার্শনিক এবং পথপ্রদর্শক। শিক্ষকের কাছ থেকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা অর্জন করে জীবনের বাকি দিনগুলোতে বহন করে থাকি। আজ বিশ্ব শিক্ষক দিবসে তাদেরকে স্মরণ করে, খুলনার কয়রা উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা সদরে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। প্রধান শিক্ষক মোঃ. আমির আলীর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ,কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুজ্জামান প্রমুখ।