শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ফ্লাগুনী টিভি ও দৈনিক জবাবদিহি পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ সোলায়মান শিকদারকে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেছে অজ্ঞাত ৫/৬ সন্ত্রাসী।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, (২০’শে সেপ্টেম্বর ২০২৩) বুধবার রাত ৮:টা ১০:ঘটিকায় উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের মেসার্স মুন ফিলিং ষ্টেশন এলাকায় ৫/৬জন উৎপেতে থাকা সন্ত্রাসী আকস্মিক কিছু না বলেই হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে সাংবাদিক সোলায়মান শিকদারকে আহত করেছে।ঘটনার সময় উপস্থিত উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী খাঁন জানান, সোলায়মান ভাই আর এক সাথে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ ৫/৬ জন সন্ত্রাসী আতর্কিত হামলা চালায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল চিকিৎসক ডাঃ আশরাফুল আলম শুভ জানান, উনার শরীরে একাধিক স্থানে হাতুড়ি দিয়ে পিঠিয়ে আহত করেছে, চিকিৎসা শুরু করেছি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী, ঘটনার সততা নিশ্চিত করে জানান, ঘটনা শুনা মাত্র আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক সোলায়মান শিকদারকে দেখে, ঘটনাস্থানে যাই বিষয়টি খতিয়ে দেখছি।