বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু  গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান উপকূলীয় কয়রায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে অবহিতকরণ সভা

গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুন ২৭, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তিই হচ্ছে উন্নয়নের মূল চালিকাশক্তি। চতুর্থ শিল্পবিপ্লবের হাত ধরে আমাদের সামনে এসেছে নতুন সম্ভাবনা, আবার চ্যালেঞ্জও। তবে গবেষণা ও প্রযুক্তির সঙ্গে মানবিকতা, নৈতিকতা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ের মাধ্যমে আগামীর পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলেই প্রযুক্তিনির্ভর, টেকসই ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’ শুক্রবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে দুইদিন ব্যাপী “নেক্সট-জেনারেশন কম্পিউটিং, আইওটি অ্যান্ড মেশিন লার্নিং” বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের চীফ প্যাট্রন উপাচার্য আরও বলেন, ‘এ সম্মেলন এমন একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট অব থিংসসহ বিভিন্ন সিস্টেম এবং আসন্ন পঞ্চম শিল্পবিপ্লবের মেশিন লার্নিং, বিগ ডেটা এবং সাইবার ফিজিক্যাল সিস্টেমসহ মানবিক ও প্রযুক্তির সমন্বয়ের দর্শন বিশেষ গুরুত্ব পেয়েছে। আমি মনে করি, নতুন বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় তথ্যপ্রযুক্তি নির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে গবেষণা-ও উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে প্রাণপ্রিয় ডুয়েট ও দেশকে এগিয়ে নিতে আজকের এই আন্তর্জাতিক কনফারেন্স নতুন প্রজন্মের গবেষকদের সামনে নতুন নতুন সম্ভাবনার পথ উন্মোচন করবে। আমি আশা করি, এই কনফারেন্সে দেশ-বিদেশের গবেষক ও প্রযুক্তিবিদদের নিয়ে যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় হচ্ছে, তা একাডেমিক গবেষণাকে বাস্তব জীবনের সমস্যার সমাধানে রূপান্তরিত করতে বড় ভূমিকা রাখবে।’ এ সময় তিনি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য-সিএসই-বিভাগ ও অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কনফারেন্সের প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘আগামী প্রজন্মের কম্পিউটিং শুধু গতির বিষয় নয়, এটি বুদ্ধিমত্তা, অভিযোজনশীলতা এবং আন্তঃসংযোগেরও বিষয়। তাই এই কনফারেন্স আমাদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম যেখানে জ্ঞানের সঙ্গে সৃজনশীল কল্পনা মিলিত হয়ে নতুন নতুন ভাবনার ভিত্তিতে ভবিষ্যৎ নির্মাণ করবে। আমাদের সবচেয়ে বড় আশার জায়গা, আমাদের ডুয়েটের মেধাবী শিক্ষার্থীরা শুধু এই প্রযুক্তিগুলো শিখছে না, বরং তারা রোবোটিক্সসহ বিভিন্ন বিষয় সমাধান ,শিল্পকারখানার জন্য অটোমেশন সিস্টেম তৈরি এবং দৈনন্দিন জীবনের জন্য বুদ্ধিদীপ্ত প্রযুক্তি উদ্ভাবন করছে এবং আন্তর্জাতিক-পরিসরে সাফল্য অর্জন করছে।’

কনফারেন্সের জেনারেল চেয়ার ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ড. মমতাজ বেগম, অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. মো. নাছিম আখতার, টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির চেয়ার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রউফ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি মালয়েশিয়া পাহাং আল-সুলতান আবদুল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ হেরওয়ান সুলাইমান। এবারের কনফারেন্সে মোট ১৫৭ টি পেপার উপস্থাপিত হবে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, জাপান, মালয়েশিয়া, নরওয়ে ও কোরিয়াসহ বিভিন্ন দেশের ৩০০ জনেরও বেশি গবেষক ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর