রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপাসিয়ায় সালাউদ্দীন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিল ও সমাবেশ রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময় শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য শিক্ষার আধুনিকায়নে সিলেবাসের কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় -ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত  কালীগঞ্জে যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর রাজারহাটের চাকিরপশার ইউপি’তে মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

গাকৃবির অর্জন ও আগামীর লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক কনফারেন্সের ঘোষণা-ভিসির

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, নভেম্বর ৩, ২০২৫, ৫:২০ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর 

 

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত এক বছরের অর্জন, আসন্ন আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য সাংবাদিক সম্মেলন ও মতবিনিময় সভা ৩ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরিচালক (বহিরাঙ্গন কেন্দ্র) প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ মৃধা। পরে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে তাঁর লিখিত বক্তব্য পড়ে শোনান।

 

এ সময় ভাইস-চ্যান্সেলর ঘোষণা দেন, আগামী ১২ ও ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী “টেকসই খাদ্য নিরাপত্তার জন্য পুনরুজ্জীবনশীল কৃষি (Regenerative Agriculture for Sustainable Food Security)” শীর্ষক আন্তর্জাতিক মহাসম্মেলন। এ সম্মেলনে একত্রিত হবেন দেশি-বিদেশি গবেষক, কৃষি বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কৃষক প্রতিনিধি। সম্মেলনের মূল লক্ষ্য মাটির স্বাস্থ্য পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পুনর্জীবনমুখী কৃষি চর্চার বিকাশ। ২০২৪ সালে ২৭ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর মাত্র এক বছরে ভাইস-চ্যান্সেলরের দূরদর্শী নেতৃত্বে গাকৃবি যে সাফল্য অর্জন করেছে তাও তুলে ধরা হয়। এরমধ্যে জুলাই ২৪’র গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে প্রশাসনিক ভবন চত্বরকে ‘৩৬ জুলাই চত্বর’ ঘোষণা, শহিদ পরিবারকে আর্থিক অনুদান প্রদান, বিশ্ববিদ্যালয়কে রাজনীতিমুক্ত রাখার ঐকমত্য পোষণসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বচ্ছতা ও আধুনিক শিক্ষার মডেলে রূপান্তরকরণ অন্যতম। ফলে ২০২৬ সালের টাইমস হায়ার এডুকেশন (THE) র‍্যাঙ্কিংয়ে গাকৃবি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৫-এ গাকৃবি দেশের মধ্যে প্রথম এবং বিশ্বে ৭৭তম স্থানে উঠে এসেছে। অন্যদিকে বিশ্বব্যাংক ও ইউজিসির যৌথ উদ্যোগে বাস্তবায়িত হিট প্রকল্পে প্রতিযোগিতার মাধ্যমে গাকৃবির ৮টি প্রস্তাবনা গৃহীত হয়েছে যা সাফল্যের হারে প্রতিষ্ঠান হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ। এ ১ বছরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সুগন্ধিযুক্ত দ্রুত ফলনশীল ধান ‘জিএইউ ধান-৩’, উচ্চ লবণ সহিষ্ণু গম ‘জিএইউ গম-১’, এবং জলজ ফসল ‘শাপলা-১’ ও ‘শাপলা-২’ যা কৃষকের মুখে হাসি ফোটাবে এবং খাদ্য নিরাপত্তায় নতুন ভরসা যোগাবে। গাকৃবি ইতোমধ্যে “স্মার্ট এগ্রিকালচার রোডম্যাপ” বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাচ্ছে প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি ব্যবস্থার দিকে। আন্তর্জাতিক সহযোগিতার অংশ হিসেবে জাপান, কানাডা, চীন, বতসোয়ানা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার সঙ্গে স্বাক্ষরিত হয়েছে একাধিক সহযোগিতা স্মারক (MoU)। বহিরাঙ্গন কেন্দ্রের নানামুখী কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের দুটি টেকনোলজি ভিলেজের মাধ্যমে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে, যাতে কৃষক, উদ্যোক্তা ও সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন। অন্যদিকে ভেটেরিনারি টিচিং হসপিটাল এর মাধ্যমে গবাদি ও পোষা প্রাণির চিকিৎসা সেবা গত এক বছরে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও মোবাইল মিল্ক টেস্টিং ল্যাবরেটরির মাধ্যমে কৃষকের আঙিনায় সেবা প্রদানের ব্যবস্থা করেছে গাকৃবি। আবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণা, বৃক্ষরোপণ, টেকসই কৃষি প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি সংরক্ষণে অনন্য ভূমিকা পালন করছে, যা সবুজ ও টেকসই বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সহায়ক বলে উপাচার্য বক্তব্যে তুলে ধরেন।

 

উপাচার্য তাঁর লিখিত বক্তব্য শেষ করলে উপস্থিত সাংবাদিকবৃন্দ তাদের প্রশ্নোত্তর পর্বের অংশ হিসেবে নানা প্রশ্ন উত্থাপন করেন এবং ভাইস-চ্যান্সেলর সকল প্রশ্নের যথার্থ উত্তর দেন। শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য ভবিষ্যৎ অভিযাত্রার আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর