স্টাফ রিপোর্টার:
শ্রীপুর তথা গাজীপুরের শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের ১ যুগ পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। ২৭ জানুয়ারি শুক্রবার সকাল থেকে সারাদিনব্যাপী পিয়ার আলী বিশ্বিবদ্যালয় কলেজের হলরুমে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজনের মাধ্যমে এ উৎসব উদযাপিত হয়।
এ সময় শ্রীপুর উপজেলা এবং উপজেলার বাহিরে ৩০০ শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি কেক কেটে এবং মিষ্টি বিতরণের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ার হোসেন জানান, দীর্ঘ ১২ বছর যাবৎ আমরা আলোর দিশারীর মাধ্যমে শিক্ষা, সমাজ, ধর্ম ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা আলোর দিশারীকে স্মরণীয় করে রাখতেই এই উৎসবের আয়োজন করি।
এ পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষিত ও মেধাবী ছেলেমেয়ে আমাদের সংগঠনের সদস্য হিসেবে কাজ করেছেন। সকলের দোয়া ও ভালোবাসা পেলে আগামী দিনগুলোতেও আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ্।