শামীম আল মামুন স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা এলাকায় ফলের ঝুড়িতে করে অভিনব কায়দায় বিদেশী মদ সরবরাহ করার সময় শাকিল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বৃহস্পতিবার ৯ মার্চ সকাল পৌনে ১১টার দিকে অভিযান চালিয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার সাথে থাকা দু’টি ফলের ঝুড়ি থেকে ভারতীয় ২০ বোতল মদ উদ্ধার হয়। শাকিল মাওনা বারতোপা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস তথ্য নিশ্চিত করে আরো জানান, মাদক আইনে শাকিলের। বিরুদ্ধে মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।