মো: জনি হাসান
শিল্পনগরী গাজীপুরে দিন দিন বেকারত্বের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। একসময় যেখানে কাজের সুযোগে পরিপূর্ণ ছিল এই এলাকা, এখন সেই গাজীপুরেই চাকরি পাওয়া যেন মরীচিকা।
অর্থনৈতিক মন্দা, শিল্পকারখানায় উৎপাদন হ্রাস ও নতুন বিনিয়োগের অভাবে বহু তরুণ কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে পোশাক ও ক্ষুদ্র শিল্প খাতে কর্মসংস্থান কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তরুণ প্রজন্ম।
স্থানীয় তরুণরা জানান, উচ্চশিক্ষা গ্রহণের পরও উপযুক্ত চাকরি না পেয়ে তারা হতাশ। কেউ কেউ বিকল্প হিসেবে ছোট ব্যবসা শুরু করলেও পুঁজি সংকট ও বাজারের অস্থিরতার কারণে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।
এদিকে, ৫ আগস্টের পর থেকে গাজীপুরে একশোর বেশি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে, ফলে হঠাৎ করেই বেকার মানুষের সংখ্যা বেড়ে যায়। এতে শুধু বেকারত্বই নয়, চুরি, ছিনতাই ও মাদকাসক্তির মতো অপরাধও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শ্রমিকরা বলছেন, বেকার হয়ে পড়ার পর অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। কেউ কেউ বাধ্য হয়ে অন্য জেলায় কাজের সন্ধানে যাচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত নতুন কর্মসংস্থানের উদ্যোগ নিতে হবে। নতুন শিল্পপ্রতিষ্ঠান স্থাপন, কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা— এসব পদক্ষেপই পারে গাজীপুরের বেকারত্বের সংকট লাঘব করতে।