মো: নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য ‘প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময়’ কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন। গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে গাজীপুর মহানগরীর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাছেম বিল্লাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল, উপ পুলিশ কমিশনার রবিউল মাসন প্রমুখ।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।
প্রধান অতিথির জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, পরিবেশের ভারসাম্য নষ্ট করতেছে মানুষ, কারণ তারা গাছপালা কেটে বাড়িঘর, মিল ফ্যাক্টরি, কল কারখানা তৈরি করছে। গাছপালার কাটার কারণে অতি তাপমাত্রা এবং গরম বেড়ে যাচ্ছে। মানুষ হয়ে আমরা মানুষের ক্ষতি করছি, আমাদের বাড়ি চারপাশে যা কিছু আছে তাই হলো পরিবেশ। তাই পরিবেশকে আমাদের সকলেরই রক্ষা করা উচিত। এবং আমরা যাতে যেখানে সেখানে ময়লা না ফেলি। এটা ছোটকাল থেকে আমদের শিক্ষা গ্রহণ করা উচিত। তাই পরিবেশ রক্ষা আন্দোলনের শুধু সরকারের পক্ষ থেকেই উদ্যোগ নিলে হবে না, সাধারণ জনগণও এগিয়ে আসা উচিত।
এসময়, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক মিজানুর রহমান, পরিদর্শক নূরুল আমিন প্রধান, সঞ্জিত বিশ্বাস ও পরিদর্শক উম্মে হাবিবা জোহরাসহ অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।