বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশে স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বিএসসিএল  গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে কয়রায় মানববন্ধন   কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই সভা বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু 

গাজীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও আন্তর্জাতিক পাচারবিরোধী দিবস পালিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১০৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ৩:১৩ অপরাহ্ণ

মোঃ‌ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নাট মন্দিরে (২৬ জুন বৃহস্পতিবার) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে আলোচনা সভা শুরু হয়।

 

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনের সভাপতিত্বে ও গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর মোঃ আবু বকর সিদ্দীক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -ডিডিএলজি আহমেদ হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ, সদর মেট্রোথানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পিপিএম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের কুফল নিয়ে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাদের মধ্যে চিত্রাঙ্গনে ৪ ক্যাটাগরিতে ১৩ জন এবং রচনায় প্রতিযোগিতার ৩ ক্যাটাগরিতে ১০ জনসহ মোট ২৩ জন পুরুস্কৃত হয়।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক এক ভয়ানক ব্যাধির নাম। যা আমাদের সমাজে ক্যান্সারের মত ছড়িয়ে পড়ছে। ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে তরুণ সমাজকে। মাদকের এই ভয়াল থাবা থেকে মানুষকে বাঁচাতে ও সবাইকে সচেতন করতে মাদকদ্রব্যের ব্যবহার রোধে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

 

বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর দিক জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর