নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে নানা আয়োজনে ৫৪ তম জাতীয় সমবায় দিবস-২০২৫ পালন করা হয়েছে। সমবায় দিবস উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র্যালী, আলোচনা সভা, শ্রেষ্ঠ সমবায় সমিতি ও সমবায়ীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (১ নভেম্বর) সকালে গাজীপুর জেলা সমবায় বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে উদযাপন করা হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপপরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল রানা।সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্হাপনা মো.শাহরিয়ার নজির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন পূর্ব চন্দনা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি সভাপতি আলমগির হোসাইন। অনুষ্ঠানে এ বছর গাজীপুরের শ্রেষ্ঠ ৮ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।