বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান রাজারহাটে ধানের শীষে ভোট চাইলেন রায়হান কবীর ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ধানের শীষের গণ মিছিল দিনের ভোট দিনে হবে রাতে আর হবে না –শা্‌হাজান আলী  অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো! কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু  আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবর্ধনা আলোচনা সভা দুই দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাওনা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মাদবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কোর্সের ৯০ জন কোর ট্রেইনার কলেজ শিক্ষকের প্রশিক্ষণ সমাপ্ত কোনাবাড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

গ্রামের রাস্তায় শহরের ছোঁয়া! উচ্ছ্বাস প্রান্তিক মানুষের চোখে মুখে

রিপোর্টারের নাম / ১৪০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩, ১০:৩৪ পূর্বাহ্ণ

পাকা রাস্তা পেলো দুই গ্রামের কয়েক হাজার মানুষ 

 

রোমান আহমেদঃ শ্রীপুর, গাজীপুর

বৃহস্পতিবার সকাল থেকেই গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া (গুলিস্তান মোড়) এলাকার মানুষের চোখে মুখে উৎসব ও আনন্দের ছোঁয়া! এই প্রথমবার গ্রামে আঁকা বাঁকা পথ ধুলা কাঁদা মুক্তি পাচ্ছে। শহরের রাস্তায় পরিণত হচ্ছে সবুজে ঘেরা ফসলের মাঠর পাশ দিয়ে যাওয়া গ্রামীণ রাস্তা।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভুতুলিয়া (গুলিস্তান মোড়) এলাকায় ওয়ার্ড ভিত্তিক ১ কি.মি. দৈর্ঘ্যের একটি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

ভুতুলিয়া (গুলিস্তান মোড়) হতে ভুতুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা (ভোটকেন্দ্র) পর্যন্ত এ রাস্তাটি ওই গ্রামের ভেতর প্রথম পাকা রাস্তা।

স্থানীয় জনপ্রতিনিধি জনাব মিজানুর রহমান বাচ্চু (মেম্বারের) একান্ত প্রচেষ্টায় গাজীপুর ৩ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের দেয়া প্রকল্পে নির্মিত হচ্ছে এ রাস্তাটি। বিগত ২ মেয়াদে এ অঞ্চলের মানুষের প্রিয় পাত্র হয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন বাচ্চু।কথা দিয়েছিলেন বিজয়ী হই বা না হই এ গ্রামের মানুষের উন্নয়নের পাশে থাকবো সব সময়। একে একে তা বাস্তবায়ন করে যাচ্ছেন এই জনপ্রতিনিধি। দুই মেয়াদে রাস্তা, কালভার্ট, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে প্রায় ৫০টি প্রকল্পের কাজ করেছেন তিনি , বিগত সময়ে কোনও ইউপি সদস্য করতে পারেনি। ৫০টি প্রকল্পের ৩০ টিই ছিলো নিজ প্রচেষ্টায় নিজ ক্ষমতাসীন দলের সাংসদ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় ও উপজেলা পরিষদ থেকে অর্জিত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাহতাব উদ্দিন জানান এতো সুন্দর একটি গ্রামে পাকা রাস্তা থাকবেনা এমন তো হতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মুখ গাজীপুর ৩ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়। তিনি বিগত চার বছরে শ্রীপুরের যে পরিমাণ উন্নয়ন করেছে তা বিগত কোনও আসনের নেতারা করতে পারেনি। তেমন আপনাদের বাচ্চু যে পরিমাণ উন্নয়ন আপনাদের এলাকায় করেছে তা অন্য কোনও প্রতিনিধি করতে পারেনি আমার বিশ্বাস।

 

মিজানুর রহমান বাচ্চু তার অনুভূতি জানাতে বলেন এ এলাকার মানুষ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে বাছাই করে নিয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তাদের এ ভালোবাসা আমার কাছে আমানত। তাই আমি ক্ষমতায় থাকি বা নাই থাকি আমার ওয়ার্ডের সকল মানুষের উন্নয়নে পাশে থাকবো সব সময়। আমি বঙ্গবন্ধু তনয়া স্মার্ট বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী ইশতেহারে বলেছিলেন গ্রাম হবে শহর তারই স্বপ্ন বাস্তবায়নে গাজীপুর ৩ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয় দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।প্রান্তিক জনগোষ্ঠীত প্রযুক্তির ছোঁয়া ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমেই গ্রাম হবে ডিজিটাল শহর আর এভাবেই প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুর স্বপ্নের স্মর্ট বাংলাদেশ।

 

রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর