মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
অবশেষে ক্লোজড করা হয়েছে মোংলার বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষককে। বৃহস্পতিবার তাকে ক্লোজড করে সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় (বাগেরহাট) দপ্তরে নেয়া হয়েছে। গত শুক্রবার (৭এপ্রিল) সুন্দরবনের করমজলের ৮ নম্বর খালে মাছ ধরতে যাওয়া যুবকে পিটিয়ে খালে ফেলা দেয়ার ঘটনায় ওই যুবকের মৃত্যু হওয়াতেই এ বন কর্মকর্তাকে ক্লোজড করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় দপ্তরের গোপন সূত্রে জানা গেছে, গত ৭এপ্রিল শুক্রবার ছুটির দিনে বড় ভাই সাগর নাথের সাথে সুন্দরবনের করমজলের ৮নম্বর খালে মাছ ধরতে গিয়েছিলেন ছোট ভাই হিলটন নাথ। ওই সময় সাগর নাথের সাথে তার ছোট ভাই ছাড়াও আরো দুইজন জেলে ছিলেন। ৭এপ্রিল রাতে করমজলের ৮নম্বর খালে অভিযান চালান পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে সহকারী বনসংরক্ষক মো: মাহবুব হাসানের নেতৃত্বে বন কর্মকর্তাসহ বনপ্রহরীরা। ওই রাতে খালে অভিযান চালিয়ে সাগরের জেলে নৌকা ঘিরে ফেলেন বনবিভাগের অভিযানকারীরা। এরপর ওই নৌকাতে উঠেই বনবিভাগের স্প্রিড বোট ড্রাইভার রাজা ও বোটম্যান মিজান নৌকার জেলেদের বেদম মারপিট শুরু করেন। তখন রাজা তিনটি পিটান দিয়ে সাগরের ছোট ভাই হিলটনকে খালে ফেলে দেন। খালে পড়ে যাওয়ার পর ওই যুবককে পিটাতে থাকেন বোটম্যান মিজান। এরপর খালে ডুবে নিঁখোজ হন হিলটন। নিঁখোজের ৬দিন পর করমজলের বনের ভিতর থেকে গত বৃহস্পতিবার (১৩এপ্রিল) রাতে হিলটনের লাশ উদ্ধার হয়। লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার বিকেলে হিলটনের মরাদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। শুক্রবার বিকেলেই হিলটনের লাশের দাফন সম্পন্ন হয়েছে তার নিজ বাড়ীতেই। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত থানা কোন মামলা দায়ের হয়নি। এ বিষয়ে খুলনার দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত বলেন, ঘটনার তদন্ত শেষে যখন চুড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে তখনই জানা যাবে হিলটন নিহতের মুল ঘটনা। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি বলেও জানান তিনি। এদিকে চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো: মাহবুব হাসানকে ক্লোজডের বিষয়ে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, প্রশাসনিক কারণেই এসিএফ মাহবুব হাসানকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে বদলি করে শরণখোলা রেঞ্জ কার্যালয়ে এসিএফের দায়িত্বে দেয়া হয়েছে, আর শরণখোলার এসিএফকে চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে নাম প্রকাশ না করা শর্তে বনবিভাগের অপর এক কর্মকর্তা বলেন, হিলটন নিহতের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো: মাহবুব হাসানকে বিভাগীয় দপ্তরে ক্লোজড করা হয়েছে। তিনি আরো বলেন, ক্লোজড করার কারণ হলো জেলহাজতে থাকা হিলটনের ভাইসহ অপর জেলেরা আদালতে জবানবন্দি দিয়েছেন যে, অভিযানের রাতে বনবিভাগের স্প্রিড বোট ড্রাইভার রাজা লাঠি দিয়ে পিটিয়ে নৌকা থেকে হিলটনকে খালে ফেলে দেন। এতে হিলটন নিঁখোজ হন, নিঁখোজের ৬দিন পর লাশ উদ্ধার হলে বৃহস্পতিবার এসিএফ মাহবুবকে বিভাগীয় দপ্তরে (ক্লোজড) করা হয়েছে। চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে যোগদানের পর মাত্র দেড়মাসে অভিযানের নামে নিরীহ জেলেদের উপর কয়েক দফায় হামলা ও ফাঁকা গুলি ছোড়াসহ নানা কর্মকান্ডে ব্যাপক সমালোচনায় আসেন এসিএফ মাহবুব হাসান। হিলটন নিহতসহ বিভিন্ন সময়ে অন্যান্য জেলেদের উপর নির্যাতনের কারণে জেলেদেরও দাবী ছিল এ বন কর্মকর্তাকে এখান থেকে বদলির। অবশেষে সেই বন কর্মকর্তা ক্লোজড হলেও যারা হিলটন নিহতের ঘটনায় দায়ী তারা রয়েছেন বহাল তবিয়তে। তাদের (স্প্রিড বোট ড্রাইভার রাজা ও বোটম্যান মিজান) বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিচারের দাবী জানিয়েছেন হিলটনের বাবা মিঠুন নাথসহ স্থানীয় ভুক্তভোগী জেলেরা।