ফারুক হোসাইন জেলা প্রতিনিধি লালমনিরহাট
সি.এফ.সি ক্লাব চাপারহাট কর্তৃক আয়োজিত ২১শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চাপারহাটে “চাপারহাট নাইট ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ইং”অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচটি রাত ১০টায় শুরু হয়ে সিগনেচার কুজিম রংপুর, বনাম CFC ক্লাব চাপারহাট এ দুদলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বীতায় সিগনেচার ক্লাব রংপুর, চ্যাম্পিয়ন হয়।
টসে জিতে সিগনেচার কুজিম রংপুর স্বাগতিক দল সিএফসি ক্লাবকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। সিএফসি ক্লাব ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৬ রান করে। তার জবাবে ব্যাট করতে নেমে সিগনেচার কুজিম রংপুর নির্ধারিত ওভারের ১০ বল হাতে রেখে ৭ উইকেটের বিশাল জয় লাভ করে।
খেলায় ফজলুল করিমের সঞ্চালনায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন শাহে ইমরান ও জসিমউদ্দিন।
ম্যাচ শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন অতিথিরা।খেলাটিকে প্রাণবন্ত রাখতে খেলার মাঝে মাঝে মহান একুশে ফেব্রুয়ারির বিষয়ে বিভিন্ন প্রশ্ননোত্তর উপস্থাপন করে সেরা দর্শক ও সেরা উত্তরদাতা নির্বাচিত করে অসংখ্য পুরস্কার প্রদান করেন অতিথিরা।
ফাইনাল অনুষ্ঠানে চাপারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো.জামাল হোসেন খোকন, বিশেষ অতিথি ছিলেন বোতলা মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,বান্দেরকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃশিক্ষক আবুল হোসেন,কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ বিপ্লব সহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম,ফজলুল করিম, জসিম উদ্দিন, রাতুল, হানিফ পায়েল, জীবন,রবিউল, মুহিব,আনসারুল, অন্তর,জামিনুর প্রমুখ।
আয়োজকরা জানান,এবারে দ্বিতীয় আসরের খেলা অনুষ্ঠিত হলো।প্রতিবছর খেলা আয়োজনের এ ধারা অব্যাহত থাকবে। এবারেও প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।