সোহেল মিয়াঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নে দ্বিতীয় দফায় শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্তিক জনকল্যাণ সংস্থা ইছামতী বাজার।শুক্রবার (১৪ জানুয়ারি) বিকেলে বর্নাট্য এক আয়োজনের মধ্যদিয়ে উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর,সৈদাবাদ,কাজিরগাঁও এলাকায় গরীব ও দুস্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন সংগঠনের নেতাকর্মীরা।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল।
সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম।
এসময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ড ইউপি সদস্য ইসলাম উদ্দিন,আবুল বাশার (ট্রেইলার),আব্দুল কাদির,সংগঠনের সভাপতি ইলিয়াস আলী,স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম সাইদ,সহ-সেক্রেটারি রমজান আলী,ছাত্রকল্যান বিষয়ক সহসম্পাদক আব্দুল হক,সদস্য নজরুল ইসলাম, বাবুল মিয়া, ওয়ালিদ মিয়া,আহমদ আলী প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ কালে সংগঠনটির সভাপতি ইলিয়াস আলী বলেন, সীমান্তিক জনকল্যাণ সংস্থা,একটি অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করায় অঙ্গীকারবদ্ধ। আমরা সবসময় চেষ্টা করি গরীব অসহায় মানুষের পাশে থাকার। সীমান্তিক জনকল্যাণ সংস্থা করোনাকালে মানুষের মাঝে ধাপে ধাপে খাদ্যাসামগ্রী তুলে দিয়েছেন। বন্যাকালীন ও মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন সংগঠনের কর্মীরা৷ তাছাড়াও এলাকায় জন্যকল্যাণ বিষয়ক নানা ধরনের উদ্যোগ সফল ভাবে সম্পন্ন করেছে সংগঠনটি। শীতবস্ত্র বিতরনের এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল বলেন,শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের বিত্তবান মানুষদের ও এ সময় এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।
এসময় উপস্থিত জনসাধারণ সীমান্তিক জনকল্যাণ সোসাইটির শীতবস্ত্র বিতরনের এই কর্মসূচীকে সাধুবাদ জানিয়ে সংগঠনের সার্বঙ্গনিক সফলতা কামনা করেন।