হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আধা কেজি গাঁজা সহ ১জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে জেলা পুলিশ সুপার ,মোহাম্মদ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মুক্তারুল আলম ও এসআই মিনহাজুল ইসলামের নেতৃত্বে গোলনা ইউনিয়নের কালীগঞ্জ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আধা কেজি গাঁজাসহ মোঃ শফিকুল ইসলাম (৫২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার ওই ইউনিয়নের -মৃত আজিজুল হকের ছেলে। তার বিরুদ্ধে থানার একটি মামলা রুজু হয়। যাহার নং-০৪(১১)২৩।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতারকৃত কে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যহত আছে।