নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
বাংলাদেশে জার্মান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সমিতি অ্যালুমনি এসোসিয়েশন অফ জার্মান ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ (AAGUB) ঢাকার মোহাখালীস্থ ব্র্যাক সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার-এর বিদায় সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী একসাথে উদযাপিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, AAGUB এর সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ আবদুল্লাহ আল মামুন খান।
বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁর বাংলাদেশে কর্মকালীন অভিজ্ঞতা ও জার্মান-বাংলাদেশ দ্বিপাক্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালুমনি সদস্যবৃন্দ—বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানীরা—এই মিলনমেলায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা তাদের শিক্ষাজীবনের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে যুক্ত থাকার অঙ্গীকার করেন।অনুষ্ঠান শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজের মাধ্যমে সকলের মাঝে মিলন ও বন্ধনের এক অনন্য অনুভূতি সৃষ্টি হয়।