আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুরে , গাজীপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম, শ্রীমঙ্গল পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প।
২০ অক্টোবর ২০২৫:“মানুষ মানুষের জন্য” – এই মহান ব্রত নিয়ে কাজ করে চলেছেন মানবসেবায় নিবেদিতপ্রাণ ডা. মোতাছিম বিল্লাহ আলম। তার নেতৃত্বে পরিচালিত “প্রজেক্ট হেলথ” এর অধীনে গাজীপুর শ্রীপুরে গাজীপুর গাজীপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের গুচ্ছ গ্রাম, শ্রীমঙ্গল পুকুরপাড়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প।
এ কর্মসূচিতে দুই শতাধিক নারী, পুরুষ ও শিশুকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসা, শিশুদের স্বাস্থ্য পরামর্শ, ব্লাড প্রেসার ও ডায়াবেটিস পরীক্ষা, ঔষধ বিতরণ সহ নানা সেবা প্রদান করা হয় এ কর্মসূচির মাধ্যমে।
এই মহৎ উদ্যোগের পেছনে অন্যতম সংগঠক হিসেবে কাজ করছে “পেসমেকার সোসাইটি”, যারা এই মানবিক প্রচেষ্টার সাথে নিরলসভাবে যুক্ত রয়েছেন। স্থানীয় বাসিন্দারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের ক্যাম্প আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের এলাকার অনেক মানুষ চিকিৎসা ব্যয় বহন করতে পারেন না।”
ডা. মোতাছিম বিল্লাহ আলম এ সময় বলেন,আমার একটাই লক্ষ্য – মানবতার স্পর্শ ছড়িয়ে দিতে চাই প্রতিটি ওয়ার্ডে। গাজীপুর নয়, একদিন এই উদ্যোগ ছড়িয়ে যাবে দেশের প্রতিটি প্রান্তে।
এই মহৎ কার্যক্রমে সমাজের সচেতন ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সহযোগিতার আহ্বান জানানো হয়।