হাসানুজ্জামান সিদ্দিকী হাসান জলঢাকা নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী ডিমলা উপজেলার তিস্তা নদীর কোল ঘেসে অবস্থিত ডালিয়ার ঐতিহ্যবাহী তিস্তা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৯৮৪ ইং সনের প্রজ্ঞাপন অনুযায়ী ৪ বছর মেয়াদি কলেজ পরিচালনা কমিটির নির্বাচন
উৎসব মুখর পরিবেশে সকাল ১০ টাকা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলে।
নির্বাচনে ৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে ১ নং ব্যালটে আঃ খালেক, ২ নং ব্যালটে ফজলার রহমান,৩ নং ব্যালটে সাইফুর রহমান, ৪ নং ব্যালটে হারুনার রশিদ,৫নং ব্যালটে হাজেরা খাতুন এবং ৬ নং ব্যালটে ছামিউল ইসলাম।
নির্বাচনে রিটানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সৈয়দ আলী। প্রিজাইডিং এর দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আমির বোরহান।
ভোট গ্রহন ও গননা শেষে নির্বাচনে রিটানিং অফিসার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ সৈয়দ আলী ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনের ঘোষিত ফলাফলে মোট ভোটার ৪৫০ জন।এর মধ্যে ভোট কাষ্ট হয়েছে ৩৫৭টি।
উক্ত নির্বাচনে ৩ জন্য বিজয়ী হন। তারা হলেন
৬ নং ব্যালটে ছামিউল ইসলাম ২৪৩ ভোট,
১ নং ব্যালটে আব্দুল খালেক ২৪০ ভোট
২ নং ব্যালটে ফজলার রহমান ২১৩ ভোট পেয়ে বিজয়ী হন।