বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু  গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান উপকূলীয় কয়রায় স্থানীয়ভাবে নেতৃত্বাধীন দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পে অবহিতকরণ সভা

দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্ক নয়, দ্রুত ও যথাযথ পদক্ষেপই জীবন ও সম্পদ বাঁচাতে পারে- ডুয়েট উপাচার্য

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৬৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, জুন ২৯, ২০২৫, ৬:৩১ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমাদের প্রত্যেককে নিরাপদ পরিবেশ তৈরি ও দুর্যোগকালীন প্রস্তুতির জন্য এগিয়ে আসতে হবে। আগুন, ভূমিকম্প বা যে কোনো আকস্মিক দুর্যোগে কীভাবে দ্রুত, সঠিক ও নিরাপদভাবে নিজেদের সুরক্ষা করতে হয়, তা জানা ও শেখা অত্যন্ত জরুরি। দুর্যোগকালীন পরিস্থিতিতে আতঙ্ক নয়, দ্রুত ও যথাযথ পদক্ষেপই জীবন ও সম্পদ বাঁচাতে পারে। এই ফায়ার ড্রিল প্রোগ্রাম কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী প্রশিক্ষণ। রবিবার (২৯ জুন) – তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হল সংলগ্ন মাঠে-আয়োজিত অগ্নি প্রতিরোধ ও-নির্বাপন, উদ্ধার-ও-জরুরি বহির্গমন এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক “ফায়ার ড্রিল” প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্যোগকালীন প্রস্তুতি, নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর-এর-উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন। অনুষ্ঠানটি বাস্তবায়নে সহযোগিতা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর।

উপাচার্য আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে এমনভাবে আগুন উৎস সন্ধান, প্রতিরোধ, প্রতিকার ও আগুন নেভানোর কৌশল রপ্ত করবো, যাতে আগুন সংক্রান্ত দুর্ঘটনা না ঘটে। এর পাশাপাশি আমরা দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত স্থান ত্যাগ, প্রাথমিক চিকিৎসা এবং উদ্ধার কৌশলও আয়ত্ত করবো। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু প্রকৌশল ও প্রযুক্তিগত জ্ঞানেই নয়, জীবনের প্রয়োজনীয় দিকগুলোর প্রতিও সচেতন ও প্রস্তুত থাকবে। আমি আশা করি, এ ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম ক্যাম্পাসে একটি সুশৃঙ্খল, সচেতন ও নিরাপদ পরিবেশ গড়ে তুলবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিসহ নিজেদের নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ তিনি এই ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম বাস্তবায়নে সহযোগিতার জন্য বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গাজীপুর এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, ‘দুর্যোগ কখনো আগাম বার্তা দিয়ে আসে না। তাই কেবল অবকাঠামোগত নিরাপত্তা নয়, মানুষের মানসিক ও ব্যবহারিক প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এ ধরনের ফায়ার ড্রিল প্রোগ্রাম অত্যন্ত কার্যকর। আমরা চাই, ডুয়েট পরিবার একটি সচেতন এবং আত্মবিশ্বাসী কমিউনিটিতে পরিণত হোক।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাস্তব অনুশীলনের মাধ্যমে অগ্নিকাণ্ডকালীন করণীয়, ফায়ার এক্সটিংগুইশারের ব্যবহার, জরুরি বহির্গমন, উদ্ধার কৌশল এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। ফায়ার সার্ভিসের প্রশিক্ষকরা হাতে-কলমে অংশগ্রহণকারীদের নানা পরিস্থিতিতে করণীয় বিষয়গুলো শেখান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর