মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনা -৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হলে ও সমাজ থেকে ফ্যাসিবাদ ও দূর্নীতি দূর করতে না পারলে জুলাই বিপ্লবের কাঙ্ক্ষিত সফলতা আসবে না। তিনি বলেন, ফ্যাসিবাদরা দেশের মানুষকে জিম্মি করে বারবার গণতন্ত্রকে হত্যা করেছে আর জনগণ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বারবার জীবন দিয়েছে। মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ গণতন্ত্রের ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে যাতে আর কোন ফ্যাসিবাদের উত্থান না হয় এজন্য জনবান্ধব গনতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই ও শক্তিশালী করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে হবে। দূর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতের কোন বিকল্প নাই উল্লেখ করে তিনি জামায়াতের পাশে থাকার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
বৃহস্পতিবার গণসংযোগ ও মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাওলানা আবুল কালাম আজাদ বৃহস্পতিবার দিনভর নির্বাচনী এলাকা পাইকগাছায় ব্যাপক গণসংযোগ ও সরকারি কর্মকর্তা সহ সুধীজনদের সাথে মতবিনিময় করেন। এ দিন সকালে তিনি মৎস্য আড়ৎদারি সমবায় সমিতি এবং পৌর সদরে ব্যাপক গণসংযোগ করেন। পরে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুবর রহমান এবং থানার ওসি রিয়াদ মাহমুদ সহ ব্যবসায়ী এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, পৌর নায়েবে আমীর স ম আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মোহাম্মদ শফিয়ার রহমান, মোর্তোজা আলমগীর রুল মোঃ সোহেল আহমেদ, এস কে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল মামুন, আব্দুল গনি, এস কে ফজলু রহমানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।