সোহেল মিয়া,দোয়ারাবাজার (সুনামগঞ্জ):
সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে দুরারোগ্য রোগীদের মধ্যে প্রাপ্ত চেক বিতরণ করা হয়েছে দোয়ারাবাজারে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগীর মধ্যে এই চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে চেক বিতরন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা সমাজ সেবা কার্যালয়।
এ সময় উপজেলা নিবার্হী আরিফ মুর্শেদ মিশু’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।বিশোষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর, জেলা পরিষদের সদস্য হাজী আব্দুল খালিক, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর RMO ডাক্তার সাজ্জাদ হোসেন প্রমুখ।
দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ১৭ লক্ষ টাকার চেকের
৩৪ জন ক্যান্সার,কিডনি,লিভারসিরোসিস,
থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড এই ৬ টি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর মধ্যে ১৭ লাখ টাকার চেক, পল্লীমাতৃকেন্দ্রের ৪০ জন সদস্যের মধ্যে ২০ হাজার টাকা করে ঋণ বিনিয়োগ ও পুনঃবিনিয়োগ করা হয়, ২৪ জন অসহায় ব্যক্তির মধ্যে ৫০ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার ৩৭৮ জন প্রতিবন্ধীর মধ্যে ভাতার বই বিতরণ করা হয়।