চট্রগ্রাম জেলা প্রতিনিধি আহমদ রেজা:
আজ ২৫ রমজান আগামীকাল শবে কদর কে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ততম সময় কাটাচ্ছেন ক্রেতাসাধারণ কিন্তু আনোয়ারা চাতুরী চৌমুহনী থেকে কাফকো সেন্টার ও বটতলী রুস্তম হাট। ভীড় ও যানজটের নিয়ন্ত্রণ বিহীন হয়ে আছে। যদি ও বা সঠিক পর্যবেক্ষন অনিয়নম প্রশাসনের সন্ধ্যায় ইফতারের পর মোড় বেধে গাড়ি পার্কিং চালকদের।অটো রিকশা সি এন জি জনসাধারণ দুর্ভোগের কারণ বওশেষ করে সন্ধ্যায় পর চাতুরী চৌমুহনী পিএবি সড়কের উপর হকার,মাছের বাজার এনিয়ে আনোয়ারা থানার ডিউটির এস আই মোঃ হাফিজ জানান এটা আমাদের কিছু করার নায়।কে না ইউ এন ও স্যারের দায়িত্ব বাজার কমিটিরা মিলে করছে বলে জানান।এভাবে চলতে আসছে অনেক বছর ধরে কিন্ত আমরা চেষ্টা করছি যার ফলে দিন দুর্ঘটনা সম্মুখীন হচ্ছে যাত্রী ও পথচারী।বিষয় টি ইউএনও স্যার মোবাইলকোর্ট মাধ্যমে নিরশনে সম্ভব বলেন।রাস্তার দুই পাশে হকার ও মনগড়া বাস সি এনজি পার্কিং এর কারনে বিভিন্নক্ষেত্র দেখা যায়।ডিউটিত কনস্টেবল দের হয়রানির স্বীকার হতে হয়।