নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ১ যুগ যাবৎ শ্রীপুর উপজেলা ও উপজেলার বাহিরে শিক্ষা, সমাজ, ধর্ম ও মানবতার কল্যাণে কাজ করে যাওয়া সংগঠন আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন। ইতোমধ্যেই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন ধরনের মানবিক কাজ করে সুনাম অর্জন করেছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় শামীম চক্ষু হাসপাতাল ও ইসলামীয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের যৌথ উদ্যোগে আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী সংগীত প্রতিযোগিতা আলোর সুরের আয়োজন করা হয়েছে। মোট ৩ টি পর্বে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হবে ৭ এপ্রিল শুক্রবার বাদ জুমআ, সেমিফাইনাল পর্ব ১৪ এপ্রিল শুক্রবার বাদ জুমআ এবং সবশেষে ফাইনাল পর্ব ২১ এপ্রিল শুক্রবার বাদ জুমআ আলোর দিশারী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক খন্দকার আনোয়ার জানান, কমপক্ষে শ’খানেক মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং মোট ৫ জনকে যথাক্রমে ৫ হাজার, ৪ হাজার, ৩ হাজার, ২ হাজার এবং ১ হাজার টাকা অর্থ পুরস্কারসহ সম্মাননা স্মারক উপহার দেওয়া হবে। আমরা দীর্ঘদিন যাবৎ আলোর দিশারীর মাধ্যমে শতশত কাজ করে যাচ্ছি এবং আজীবন করে যাবো ইনশাআল্লাহ্।