মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসুচীর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর লটারীর মাধ্যমে ২০ এলসিএস কর্মী নিয়োগ দিয়েছে। অপেক্ষান তালিকায় রাখা হয়েছে ১৩ জন। সোমবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ নিয়োগের লটারী অনুষ্ঠিত হয়। পাইকগাছা উপজেলা প্রকৌশলী কার্যলয় কর্তৃক উন্মুক্ত এ লটারির আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এর সার্বিক পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল-মামুন, উপ-সহকারী প্রকৌশলী স্বজল বিশ্বাস, জাহাঙ্গীর আলম, কমিউনিটি অর্গানাইজার শারমিন সুলতানা, সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, লস্কর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, পাইকগাছা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমান, এম জালাল উদ্দীন, ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, দীলিপ কুমার মন্ডল, পরমানন্দ সানা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা প্রমুখ। উল্লেখ্য: উপজেলার লস্কর, গড়ইখালী, সোলাদানা ও কপিলমুনি ইউনিয়ন থেকে মোট ১০০ জন আবেদন করেন।