মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ডাকাতির সাথে সম্পৃক্ত শফি গাজী ও তার সহযোগীদের গ্রেফতারের দাবীতে খুলনার পাইকগাছা উপজেলার চাদখালী ইউপির কাটাখালী বাজার চাঁদনীতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চাঁদখালী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য মোস্তফা গাজী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইমতিয়াজ গাজীর ছেলে শফি গাজী ওরফে ডাকাত শফি। তার বিরুদ্ধে পাইকগাছা থানা ও আদালতসহ বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। সম্প্রতি সে ও তার সহযোগীরা চাঁদখালী, রাড়ুলী ইউনিয়ন ও পাশ্ববর্তী আশাশুনি উপজেলার রামনগর এলাকায় ভীতিকর অবস্থা সৃষ্টি করেছে।যার বিরুদ্ধে এসব এলাকার লোক ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে মানববন্ধন, সভা সমাবেশ ও থানায় ১ টি মামলা, ৫ টা জিডি ও ১০টি অভিযোগ হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এ সংবাদ সম্মেলন।
যাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে তারা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক শেখ ইব্রাহিম ও উপজেলা যুবদলের সদস্য আনারুল ইসলাম।
এ বিষয়ে ১১ জুন পাইকগাছায় সংবাদ সম্মেলনে সাজ্জাদ আহম্মেদ মানিক উল্টো মোস্তফাকে দোষারোপ করে এবং নিজেদের নির্দোষ দাবী করে বলেন তাদের সুনাম ক্ষুন্ন করতে প্রপাগাণ্ডা করা হচ্ছে।