বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান রাজারহাটে ধানের শীষে ভোট চাইলেন রায়হান কবীর ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ধানের শীষের গণ মিছিল দিনের ভোট দিনে হবে রাতে আর হবে না –শা্‌হাজান আলী  অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো! কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু  আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবর্ধনা আলোচনা সভা দুই দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাওনা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মাদবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কোর্সের ৯০ জন কোর ট্রেইনার কলেজ শিক্ষকের প্রশিক্ষণ সমাপ্ত কোনাবাড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

পাইকগাছায় স্ত্রী’র যৌতুক মামলায় আইনজীবী স্বামী এসকেন্দার জেলহাজতে

রিপোর্টারের নাম / ৩০৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, জুলাই ৫, ২০২৩, ৮:১০ অপরাহ্ণ

মোঃ মানছুর রহমান (জাহিদ)

 

যৌতুক নিরোধ আইনে স্ত্রীর দায়ের করা মামলায় জেল হাজতে গেলেন স্বামী এ্যাডঃ মোঃ আব্দুল হক গাজী এসকেন্দার। গত ২৬ জুন খুলনার বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালত জামিন না মঞ্জুর করে ওই আইনজীবিকে জেল হাজতে পাঠিয়েছেন।
এজাহার ও বাদী সূত্রে জানাযায়, পাইকগাছার সোনাতনকাটি গ্রামের সাবেক ইউপি সদস্য সাকাত গাজীর ছেলে খুলনা জজ কোর্টের আইনজীবী মোঃ আব্দুল হক গাজী এসকেন্দারের সংগে ২০০৬ সালে একে অপরকে ভালবেসে ছাত্রাবস্থায় মনোয়ারার সাথে বিয়ে হয়।সাংসারিক জীবনে ইশাণ নামে তাদের ৯ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। মনোয়ারা খাতুন আরও জানান, প্রায় ১০ বছর যাবতকাল তার পিতার বাড়িতে থেকে তার স্বামী খুলনার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। লেখাপড়ার সিংহ ভাগ খরচ সহ অন্যান্য ব্যয়ভার তার পিতা বহন করত। এছাড়া খুলনায় একটি ফ্লাট কেনার জন্য ২০২১সালে তার স্বামীকে নগদ এককালীন ৭ লক্ষ টাকা দেয় তার বাবা। পরে আরও ১০ লক্ষ টাকা দাবী করলে তা দিতে অস্বীকার করায় তার উপর নানা রকম শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এ ছাড়া ইয়াসমিন পারভীন বৃষ্টি ওরফে ডলি নামের এক মহিলার সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে স্বামী এসকেন্দার।

গত- ৩ এপ্রিল ২৩ তারিখে খুলনা শহরে তাদের অনৈতিক কাজে বাঁধা দেওয়ায় তারপর থেকে তার উপর শারীরিক নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। দফায় দফায় তাকে শারীরিক নির্যাতন করাসহ তাকে বড় ধরণের ক্ষতি করবে বলে হুমকি দেওয়া হয়। আর ১০ লক্ষ টাকা না দিলে ডলিকে বিয়ে করে ১০ লাখ টাকা নিয়ে ফ্লাট কেনা হবে বলে তাকে জানানো হয়। এঘটনায় তার স্বামী ও ডলির বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি জিডি করা হয়। যার নং-১১২৭।

প্রায় তিন মাস যাবত আমার ও আমার সন্তানকে কোন ভরণপোষন না দিয়ে তার স্বামী ওই মহিলাকে নিয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করে। এ সব ঘটনায় তিনি গত ১০মে২৩ তারিখে খুলনা উকিল বারে স্বামী এসকেন্দারের বিরুদ্ধে লিখিত অভিযোগের পাশাপাশী গত ২৪ মে২৩ তারিখে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। এ দিকে মিমাংসার নামে শ্বশুরের আহবানে গত ২৬ মে২৩ তারিখে সোনাতনকাটী গ্রামে শ্বশুরবাড়িতে গেলে প্রায় ৪ মাসের অন্তঃসত্বা মনোয়ারা খাতুনকে স্বামী সহ তার পরিবারের লোকজন বেধড়ক মারপিট করে জখম করলে মারাত্মক আহতবস্থায় তাকে উদ্ধার করে খুলনা ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় সঙ্গে থাকা তার মাকেও লাঞ্চিত করা হয়। এঘটনায় গত ২ জুন ২৩ তারিখে স্বামী এসকেন্দার ও শ্বশুর সাকাত গাজী এবং শাশুড়ি রমেছা বেগম সহ ৭জনকে আসামী করে পাইকগাছা থানায় একটি মামলা করা হয়। যার নং-৪/১৭২।

এদিকে মামলা তুলে নিতে এসকেন্দারের ভাই আসামী আব্দুল্লা গাজী ও বাবলু গাজী তাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে।তাদের অব্যাহত হুমকিতে মনোয়ারা খাতুন ও তার পুত্র সন্তান তৌফিকুর এহসান মারাত্মক অসুস্থ অবস্থায় মানবতার জীবনযাপন ও নিরাপত্তাহীনতায় ভূগছে।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোস্তফা সওকত জানান মামলায় ১নং আসামী ঢাকা হাইকোট থেকে জামিন নেন। ২নং আসামী আব্দুল্লাহ গাজীকে আটক করে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। ৪নং আসামী মনোয়ার হোসেন বাপ্পী আদালতে আত্মসমর্পণ করতে গেলে বিজ্ঞ আদালত তাকে জেলা হাজতে প্রেরণ করেন। অন্যান্য আসামীরা আদালত থেকে জামিন নিয়েছেন।ভয়ভীতি বা হুমকির বিষয়ে জানিনা কেউ কোন জিডি বা অভিযোগ করিনাই।

এ বিষয়ে ২নং আসামী আব্দুল্লাহ গাজীর মোবাইলে 01834550113 একাধিকবার ফোন দিলে ফোন বন্ধ থাকার কারণে মন্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর