মানছুর রহমান জাহিদ খুলনা প্রতিনিধি
খুলনা ৬ সংসদীয় আসন (পাইকগাছা- কয়রা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জননেতা ডা: মো: আব্দুল মজিদ বিভিন্ন স্থানে রথযাত্রার উদ্ভোধন করেছেন। এর মধ্যে হরিঢালী ইউনিয়নের ব্রাহ্মণপাড়া জগন্নাথ মন্দির। শুক্রবার দুপুর ১২টায় রাড়ুলী ইউনিয়ন বাঁকা পালপাড়া মন্দির। বেলা সাড়ে তিনটায় কাটিপাড়া নাথপাড়া পুজা মন্দির। বিকাল সাড়ে চারটায় চাঁদখালী ইউনিয়ন ফুলতলা দেবদুয়ার মালো পাড়া মন্দির।
এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাবু তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ এমামুল ইসলাম, নাজির আহমেদ, আসাদুজ্জামান ময়না, হাবিবুল ইসলাম হাবিব, হুরায়রা বাদশা, মীর শাবান আলী, শহিদুল ইসলাম, মনসুর আলী গাজী, শেখ আবুল খায়ের, কামাল হোসেন, আবু হানিফ মিলন, শেখ জিয়া, আসাদুজ্জামান মামুন, শেখ এবাদুল হক, আবু সামাদ , আসাদুজ্জামান কেরামত, রবিউল ইসলাম প্রমুখ।
ডা: মো: আব্দুল মজিদ বিভিন্ন রথযাত্রা স্থানে পৌছালে উল্লুধ্বনি দিয়ে ভক্তবৃন্দরা তাকে বরন করে নেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র তাদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে কিন্তু তাদের জন্য কোন কাজ করেনি। ১৪, ১৮ এবং ২৪ সালের নিবার্চনেও ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে।
এ ছাড়াও তিনি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।