মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় নারী শিক্ষার জন্য প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী পাইকগাছা উপজেলার হরিঢালী কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে ৷কর্মসূচীর শুরুতে প্রথম প্রহরে কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের নেতৃত্বে কলেজের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে৷ ২১শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন শেষে অত্র কলেজের শিক্ষক,কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গন হতে একটি শোক র্র্যালি শুরু হয়ে মাহমুদ কাটি বাজার সহ গুরত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্র্যালি শেষে কলেজ মিলানয়তনে কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷এ সময় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ তোরাপ হোসেন গাজী ,প্রভাষক মোঃ কামাল হোসেন, মোঃ হালিম সানা, আব্দুল বারিক ,মোঃ শাহিনূর রহমান ,মনিরুল ইসলাম ,মৃন্মময় মন্ডল প্রমুখ ৷
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ ,শিক্ষার্থীবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷ আলোচনা সভা শেষে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে প্রামাণ্য চিত্র প্রদর্শণ করা হয় ৷ সর্বশেষ বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়৷