মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
“ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি”
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কৃতি সন্তান জনপ্রিয় অনলাইন প্রবাসী দিগন্তের নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার পাইকগাছা উপজেলা প্রতিনিধি সাংবাদিক শেখ সেকেন্দার আলী উপজেলাসহ দেশের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিক শেখ সেকেন্দার আলী বলেন, ঈদুল ফিতর দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য নিয়ে আসে সুখের বার্তা। তাই আমার জন্মভূমি পাইকগাছা উপজেলাসহ দেশের সর্বস্তরের জনগণেকে ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই উৎসব ও আনন্দের সাথে ঈদ উদযাপন করবে বলে আমি আশা করছি। রমজান মাস আত্মশুদ্ধির ও সংযমের মাস। তাই রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমাদের প্রত্যেককে সব সময় সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মন মানসিকতা জাগ্রত করতে হবে।
পরিশেষে জাতির বিবেক সকল কলম সৈনিক ও দেশের সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর পাকের রহমত কামনা করেন তিনি।