মোঃ মানছুর রহমান (জাহিদ)খুলনা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন উপমহাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। বিএনপি জামায়াত যখন বলে আওয়ামীলীগ পালানোর সুযোগ পাবে না, তাদের আমি স্পষ্ট বলতে চাই এই আওয়ামীলীগ কখনো পলায়ন করে না, পলায়ন করেন আপনারাই৷ আওয়ামীলীগ জনগণের সাথে থেকে তাদের উন্নতির জন্য কাজ করে যায়। কেননা এই সংগঠন জাতির জনক শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। এই সংগঠন যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের মানুষের তখনই ভাগ্যের পরিবর্তন হয়।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। তারই নেতৃত্বে বর্তমান সরকার প্রতিটা ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তাই একটি উন্নত, সমৃদ্ধ এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে দেশবাসীকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামিলীগকে জয়যুক্ত করতে হবে। তিনি গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার রুপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর মোড় এলাকায় তৃনমুলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় ও বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে গনসংযোগকালে এ কথা বলেন।
গনসংযোগকালে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের উপ- প্রচার সম্পাদক খায়রুল আলম, রূপসা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা আওয়ামীলীগ সদস্য অমিয় অধিকারী, রূপসা উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক সোহেল জুনায়েদ, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আজিজুল হক কাজল, আওয়ামীলীগ নেতা সাধন অধিকারী, শেখ হাবিবুর রহমান, জয়দ্রত বাছাড়, রূপসা উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক শেখ মোঃ আবু তাহের, প্যানেল চেয়ারম্যান সরদার কামরুল ইসলাম, ভবানীপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মিহির কুমার পাল, সাধারন সম্পাদক আঃ সালাম শেখ, আনিসুর রহমান পাপলু, মো: সোহেল রানা, তাপস বিশ্বাস, ফরিদ শিকদার, আল মামুন শেখ, হুমায়ূন শিকদার, মঈন শিকদার, শরীফ শেখ, ইসরাইল শেখ, আনিস শেখ, হুমায়ুন শেখ, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মুসা মোল্যা সবুজ, যুবলীগ নেতা জাফর সরদার, আঃ মান্নান শেখ, আনোয়ার শেখ, তালিম শেখ, নুর ইসলাম শেখ, নাহিদা বেগম, আঃ রশিদ শেখ, শরিফুল ইসলাম, মো: রাজু বিশ্বাস ছাত্রলীগ নেতা খায়রুল বাশার, রূপম দাস, হিরন শিকদার, রিয়াদ শিকদার প্রমূখ।