শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্তাবধানে ডিবি বগুড়া’র অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ডিবির একটি টিম গত (৭’ই এপ্রিল ২০২৩ইং) শুক্রবার রাত ১১.৩৫ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ রোড ব্রীজ এর উত্তর পশ্চিম কোণে হইতে ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী ১। মোঃ রাসেল ইসলাম ব্যাপারী(৩৩), পিতা-মোঃ মোতালেব ব্যাপারী, সাং-চক সূত্রাপুর জহুরুল পাড়া, ২। মোঃ সাইদ ওরফে গিট্টু(৩২), পিতা-মোঃ নূর আলীম, সাং-নামাজগড় ডালপট্টি ও ৩। মোঃ শিবলু আকন্দ(২৯), পিতা-মৃত জাহাঙ্গীর আলম আকন্দ, সাং-পূর্ব পালশা, সর্বথানা ও জেলা-বগুড়াগণদের গ্রেফতার করেছে। বগুড়া ডিবির অপর একটি টিম আজ (৮ এপ্রিল) শনিবার বেলা ০১.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন পৌরসভার ২০ নং ওয়ার্ডস্থ্য নারুলী পূর্বপাড়া জনৈক “জাহাঙ্গীরের চা” স্টলের সামনে চেলোপাড়া থেকে সাবগ্রাম গামী পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) বোতল ফেন্সিডিলসহ আসামী ১। মোঃ জাহিদুল ইসলাম (৩০), পিতা-মৃত মোজাফ্ফর প্রামানিক, মাতা-ইশমা বেওয়া, সাং-কাজলা (কুতুবপুর ইউ/পি) থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করেছে। প্রকাশ থাকে যে, ধৃত আসামী ১। মোঃ রাসেল ইসলাম ব্যাপারী এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৮টি, ধৃত আসামী ২। মোঃ সাইদ ওরফে গিট্টু এর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪টি ও ধৃত আসামী ৩। মোঃ শিবলু আকন্দ এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২টি মামলা রহিয়াছে। বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোঃ সাইহান ওলিউল্লাহ জানান গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া জেলার সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে।