মো:নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ির জমি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে কলেজ ছাত্রী মমি খাতুন (১৭), কে মারপিট অভিযোগ উঠেছে। ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের দিগরবুধারগাতী গ্রামে এ ঘটনা ঘটে।কলেজ ছাত্রীর বাবা দিনমজুর আব্দুল মজিদ জানান, আমার বসতবাড়ি জায়গাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত জুলমাত আলীর ছেলে হায়দার আলী, আমিনুল শেখ, মৃত উহুমুদ্দিন এর ছেলে ছানোয়ার আকন্দসহ অজ্ঞাতনামা ৫/৬ জন ব্যক্তি সোমবার (১৩ই ফেব্রুয়ারি) সকাল অনুমান ১১টার দিকে আমার বসতবাড়িতে প্রবেশ করে আমার একমাত্র কলেজ পড়ুয়া মেয়ে মমি খাতুনকে বাঁশের লাঠি ধারা মারপিট করে মাথা ফাটিয়ে দেয়। বর্তমানে আমার মেয়ে মমি খাতুন ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন। মারপিট কারী প্রভাবশালী হওয়ায় স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে নিরাপত্তাহীনতায় আতঙ্কে দিন কাটাচ্ছে বলেও জানান তিনি।
এ ঘটনার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, গোপালনগর ইউনিয়নের দিগরবুধারগাতী গ্রামের কলেজ ছাত্রীকে মারপিটের বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।