বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান রাজারহাটে ধানের শীষে ভোট চাইলেন রায়হান কবীর ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ধানের শীষের গণ মিছিল দিনের ভোট দিনে হবে রাতে আর হবে না –শা্‌হাজান আলী  অপেক্ষার পালা ফুরালো, এবার বিশেষ সুবিধা নিয়ে আবার স্টকে এলো অপো এ৬ প্রো! কালিয়াকৈরে ১জন যুবকের রহস্যজনক মৃত্যু  আমিরাতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সংবর্ধনা আলোচনা সভা দুই দিনব্যাপী দুগ্ধজাত পণ্য প্রস্তুত ও বিপণন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাওনা ইউনিয়ন ৩নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ মনিরুল ইসলাম মাদবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কোর্সের ৯০ জন কোর ট্রেইনার কলেজ শিক্ষকের প্রশিক্ষণ সমাপ্ত কোনাবাড়ীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

বিনোদন জগতে আলোড়ন সৃষ্টি করে অভিনয়ে আবারো ঝড় তুলেছেন মডেল রানা

রিপোর্টারের নাম / ১৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১:৫৩ অপরাহ্ণ

মোঃ ফারুক হোসাইন নিজস্ব প্রতিনিধি লালমনিরহাট

 

গাজিপুর জেলার চৌরাস্তা এলাকায় ছোট্ট একটি পরিবারে জন্ম মোঃ সিরাজুল ইসলাম রানা। পরিবারে সবার বড় ছেলে এবং এলাকায় সকলের মাঝে আদরের পাত্র হিসেবে পরিচিত এই রানা।

ছোট বেলা থেকেই সখ ছিল একজন অভিনেতা হওয়ার। তিল তিল করে সামনে এগুতে থাকেন তার মনের বাসনা পূর্ণ করার স্বইচ্ছা নিয়ে। এক সময় চান্জ পেয়ে যান গাজিপুরের কোনাবারিতে অবস্থিত সাউন্ড ভিষন এর কর্ণধার গীতিকার সুরকার ও ভিডিও পরিচালক জনাব রঘুনাথ সরকার এর সহোযোগিতায় গ্রাম বাংলার অত্যন্ত পছন্দের গান জারী গানে।

যে গানে সকল শ্রেণি মানুষের মত মাতিয়ে মনে একরাশ সুর ছন্দের গ্লানি একে দেয়। সেই জারী গানেই প্রথম এই রানা অভিনয় শুরু করেন। তার অভিনিত জারী গানগুলি মানুষের মন কেড়ে নিয়েছে তার অসীম প্রতিভার কারণে।

বর্তমানে রানা অভিনয় জগতে একজন সুপার হিরোর মতই অভিনয় করে যাচ্ছেন। তিনি বর্তমানে মিউজিক ভিডিও, জারী গান, শর্ট ফ্লিম, অনুধাবন নাটক, সিরিয়াল নাটক, প্যাকেজ নাটক, মানুষের জীবন কাহীনি নিয়ে নির্মিত সত্যের সন্ধান সহ বিভিন্ন আইটেম গানে অভিনয় করে যাচ্ছেন।

তিনি প্রতিবারের মত এবারের ঈদেও সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি যথাসম্ভব ভাবে মেনে মানুষকে আনন্দ দেয়ার জন্য বেশ কিছু গান, শর্ট ফ্লিম, অনুধাবন নাটকে অভিনয় করেছেন, যা ইতি মধ্যেই ঝড় উঠেছে মিডিয়া ভুবনে। রানা ভক্ত শ্রোতা ও দর্শকরা এখন রানার অভিনিত কোন গান বা নাটক ইউটিউব চ্যানেলে পেলেই মন জুরিয়ে তা উপভোগ করতে থাকেন।

রানাকে তার ব্যক্তিগত ভাবে প্রশ্ন করলে তিনি বলেনঃ-

** আপনিতো সিরাজুল ইসলাম রানা, মডেল রানা হলেন কিভাবে?
** জ্বী আমি সিরাজুল ইসলাম রানা, ছোট থেকেই স্বপ্ন ছিলো মডেল হবো অভিনয় করবো, তাই নিজের স্বপ্নকে বাস্তব করার লক্ষে কষ্ট করেছি তাই আজ আমি মডেল রানা।

** আপনি কতদিন থেকে অভিনয় করছেন?

** আমি প্রায় ১০/১২ বছর থেকেই অভিনয় করছি।

** প্রথম দিকে আপনার অভিনিত গানের সারা কেমন ছিল আর এখন কেমন সারা পাচ্ছেন?

** আমি আমার অভিনয়ের প্রথম দিকে কোন সারা পাইনি তবে এখন আমি সাকসেস, আমার ভক্তরা আমাকে অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে।

বর্তমানে আপনার অভিনিত কতগুলি ভিডিও আছে বাজারে?

** আমার অভিনিত কতগুলি ভিডিও বাজারে আছে তা সঠিক বলতে পারবো না, তবে ৭ থেকে ৮শ আইটেমে অভিনয় করেছি আমার মনে হয়।

** এবারের ঈদেও কি কোন আইটেম আছে আপনার অভিনীত?

** হ্যাঁ, বেশ কিছু গান, নাটক, শর্ট ফ্লিম এ অভিনয় করেছি।
মডেল রানা তার জীবন কাহীনি নিয়ে আরো অনেক কিছুই বলেছেন। তিনি তার ভক্তদের মাঝে সারাজীবন বেঁচে থাকতে চান সকলের ভালোবাসা নিয়ে। মডেল রানার অভিনিত যে কোন আইটেম পাবেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তার মধ্যে এশিয়া বাংলা, সাউন্ড ভিষণ, মিউজিক হ্যাবেন, রিয়া এন্টারটেইনমেন্ট সহ অসংখ্য ইউটিউব চ্যানেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর