মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হারাগাছ মেট্রো পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্ৰেফতার ৫  ভেড়ামারায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপির পথসভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার রায়ে আবু সাঈদের পরিবার সন্তুষ্ট মোংলায় কোডেক’র শিশুদের অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা কালিয়াকৈরে পৃথক স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ  সৌদিতে বাস–ট্যাঙ্কার সংঘর্ষ, ৪২  ওমরাহযাত্রী নিহত বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রফিকুল ইসলাম রাতার বহিষ্কারাদেশ প্রত্যাহার সমর্থকদের মধ্যে আনন্দ উল্লাস শেখ হাসিনার ফাঁসির রায়ে গাজীপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ভেড়ামারায় বিষ প্রয়োগ করে মাছ ধরা কেন্দ্র করে অভিযোগ জমা

মো: মাহমুদুল হাসান চন্দন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি  / ৮১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ

মো: মাহমুদুল হাসান চন্দন ভেড়ামারা উপজেলা প্রতিনিধি

 

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিতভাবে অভিযোগ আজ মঙ্গলবার ২৪ শে জুন তারিখে জমা দেন জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ।

 

তারা বলেন, গতকাল সোমবার ইং-২৩/০৬/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় ভেড়ামারা উপজেলাধীন ধরমপুর ইউনিয়নস্থ মানিকের বাঁধ হইতে জুনিয়াদহ ইউনিয়নস্থ জগশ্বর ব্রীজ পর্যন্ত লিজকৃত ও চাষকৃত ভোগেরদহ জলমহলে বিষ/তামাকের গর্দা প্রয়োগ করে বেআইনী ও জোরপূর্বকভাবে মৎস্য আহরণ করে। যাহা মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী যেকোনো ছোট বড় জলাধারে যেকোনো প্রকার বিষ প্রয়োগের মাধ্যমে মৎস্য আহরণ আইনত দন্ডনীয় অপরাধ। আইনে বলা আছে বিষ প্রয়োগ ও পানি শুকিয়ে মাছ আহরণ করা যাবে না।

 

কামরুজ্জামান (৫৩), পিতা-মৃত জামাত আলী মালিথা, সাং-মণ্ডলাহাবাসপুর (ওয়ার্ড নং-০৭) সহ অনেকেই ঘটনা দেখে ও শুনে। বিষয়টি নিয়ে জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে উল্লেখিত ঘটনার বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের নামে যথাক্রমে ০১। মোঃ আসাদুজ্জামান মিঠু (৪৫), পিতা-মৃত আফসার আলী, সাং-রামচন্দ্রপুর, ধরমপুর, ০২। মোঃ রবিউল সরকার (৫৬), পিতা-মৃত ছের আলী দফাদর, সাং-সাতবাড়িয়া (উত্তরভবানীপুর), ধরমপুর, ০৩। মোঃ জাইদুল (২৮), পিতা-মোঃ পিয়ার আলী, ০৪। মোঃ বাইজিদ (৪০), পিতা-মৃত রাহাত উল্লাহ, উভয়সাং-নবগঙ্গা, ধরমপুর, ০৫। মোঃ রবিউল ইসলাম (৩৮), পিতা-মৃত ওয়াজ প্রামানিক, ০৬। মোঃ কাজল গাজী (৩০), পিতা-মোঃ সৈয়দ হোসেন গাজী, উভয়সাং-মওলাহাবাসপুর, জুনিয়াদহ, সর্বউপজেলা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া নামে অভিযোগ জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর