বায়জিদ হোসেন, মোংলা
মংলায় ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ব্র্যাকের উদ্দ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন আক্তার সুমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডঃ মোঃ শাহিন, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার বুলেট সেন, মংলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এস এম হাফিজুর রহমান , ব্রাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অফিসার সনৎ কুমার, জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার আবু জাফর, অন্যান্য ব্র্যাক প্রতিনিধি, সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে গভীরভাবে পড়ছে। এর ফলে নতুন নতুন রোগ দেখা দিচ্ছে, পুরনো রোগের প্রকোপও বাড়ছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া কার্যকরভাবে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা সম্ভব নয়। ব্র্যাকের এই সচেতনতামূলক কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ।
জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার অস্বাভাবিকতা ও তাপমাত্রা পরিবর্তনের ফলে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ম্যালেরিয়া ও ডেঙ্গুসহ সংক্রামক রোগের প্রকোপ বাড়ছে। এতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন শিশু, নারী ও প্রবীণরা।
“দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। খরা, বন্যা ও অতিবৃষ্টির কারণে নিরাপদ পানির সংকট দেখা দিচ্ছে, ফলে কলেরা, চর্মরোগ ও মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়ছে।” বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় জোরদার, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ বৃদ্ধি, জনসচেতনতা বৃদ্ধি এবং রোগ শনাক্তকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান।
এ ছাড়াও সকলের সমন্বিত প্রচেষ্টায় জলবায়ু পরিবর্তন রোধ ও এর স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করা সম্ভব বলে বক্তারা একমাত্র প্রকাশ করেন।