বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশে স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা আনতে পার্টনারশিপ করলো গ্রামীণফোন ও বিএসসিএল  গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে ৯ ইউনিট জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষার দাবিতে কয়রায় মানববন্ধন   কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই সভা বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু 

মধুপুরে বণিকদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৭২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বণিক ভাই ও বোনদের সাথে মধুপুর উপজেলা ও পৌর বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে মধুপুর অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি)উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এড. শামছুজ্জামান সুরুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.রতন হায়দার, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, পৌর বিএনপির সহ-সভাপতি লিলি সরকার সহ উপজেলা ও পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

মধুপুরের বনিক ভাই বোনদের উদ্দেশ্যে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, আমরা অতীতেও কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দিবো না। চাঁদাবাজের পরিচয় হলো সে একজন চাঁদাবাজ, সে যে দলেরই হোক না কেনো তার কোনো ক্ষমা নেই। তিনি বনিকদের উদ্দেশ্যে বলেন, যদি কোনো লোক দলের নাম ব্যবহার করে চাঁদা নিতে যায় তাহলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন আমি তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। তিনি দলের লোকদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা কোথাও জমিজমা বা অন্য যেকোনো বিষয়ে শালিশ করতে যাবেন না। যদি কোথাও থেকে এসব বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর