মোঃ ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট :
লালমনিরহাটের কালীগঞ্জে বালাপাড়া এলাকায় শ্রীখাতা বালাপড়া জামে মসজিদের ১১ শতাংশ জমি নিজের বলে দাবি করেছেন গোলাম মোস্তফা নামের এক ব্যাক্তি।
জানা গেছে, কালীগঞ্জে বালাপাড়া এলাকায় শ্রীখাতা বালাপড়া জামে মসজিদের নামে শ্রীখাতা মৌজায় জে এল -২৫ আরএস দাগে ৬২৪৭ ও আরএস দাগে ৬২৪৮ এর ১১ শতাংশ জমি মসজিদের নামে ওয়াকফকৃত জমি বটে।
এই জমির মধ্যে ৩.৫০ শতাংশ জমি নিজের বলে দাবি করে দখলের চেষ্টা করছে স্থানীয় গোলাম মোস্তফা – (৬৭) মোঃ বিপ্লব হোসেন (২৫) সহ আরো অনেকে।
সম্প্রতি ভূমিদস্যু গোলাম মোস্তফা এর নেতৃত্বে গত ১০ ফেব্রুয়ারি বেলা ১১ঘটিকার সময় তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মসজিদে আসে এবং জোরপূর্বক অবৈধভাবে দখল করার জন্য মসজিদের মালামাল লুট করে নিয়ে যায় ও সবার সামনে মসজিদ কমিটি কে শাসিয়ে খুন জখমের মাধ্যমে জমি দখল করা হবে বলে হুমকি দেয়।
এর প্রেক্ষিতে গত ১০-২-২৩ইং কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
যার এম আর নং-৪৫৫/২২ এবং ১৪৪/১৪৫ নং ধারায় আদালতে পিটিশন মামলা দায়ের করা হয়, উক্ত সম্পত্তিতে ১৪৪/১৪৫ ধরা জারি করার পরও গত ২১ মে গভীর রাতে আবারও ভূমিদস্যু সন্ত্রাসী মো. গোলাম মোস্তফার নেতৃত্বে ০৫ থেকে ০৭ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত মসজিদ জমি দখলের জন্য হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
সে সময় গুরুতরভাবে আহত হন মসজিদ কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান। আহত অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় অপরিচিত এক রিকশা যোগে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে ভর্তি করা হয় । যার ভর্তি রেজিস্ট্রেশন নাম্বার ১৬৩৪/১৩ বেড নং -২৯
মসজিদের মুসল্লিরা জানান, গোলাম মোস্তফা মসজিদের জমি নিজের দাবি করেন। তাই এ জমি দখল নিতে পায়তারা শুরু করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত গোলাম মোস্তফাকে মুঠোফোনে কল দিলে তিনি বলেন, বিষয় টি ভিত্তি হীন মিথ্যা ও একটি কাল্পনিক মনগড়া কাহীনি। ঐ একি দাগে আমারও জমি আছে, মসজিদ কমিটি যদি আমার কাছে কাগজে কলমে জমি পায় তাহলে আমি মসজিদ কমিটিকে জমি দিয়ে দিব।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইন চার্জ এ টি এম গোলাম রাসুল এর সাথে মুঠোফোনে কথা বলার চেষ্টা করলে তিনার ফোন রিসিব হয়নি তাই তিনার সাথে কথা বলা সম্ভব হয়নি।