শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের হেলেঞ্চা রাস্তার মাঝখানে হরিশচন্দ্রপুর গ্রামের মোঃ মাসুদ রানার ছত্রছায়ায় চলছে পুরাতন ব্যাটারী আগুনে জালিয়ে সিসা তৈরীর কারখানা। কারখানার দুষিত ধোঁয়ায় এলাকাবাসীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। ধংশ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, জীব ও বৈচিত্র। এই কারখানার প্রকৃত মালিক মোঃ শাহজাহান আলী ও মোঃ রুবেল মিয়া বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের চাকুলী গ্রামে। হেলেঞ্চাপাড়া, খাজুর,ডামনাপাড়া,রোনাইল গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান প্রতিদিন রাত্রি ০৯.০০ ঘটিকা হইতে ভোর ০৫.০০ ঘটিকা পর্যন্ত যখন পুরাতন ব্যাটারীর প্লেট আগুনে জ্বালিয়ে সিসা তৈরি করে এসিডের ধাঁজালো ধোঁয়া দুই তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে চারদিকে চার গ্রামের লোকজনের বাড়ির ভিতরে থাকা অনেক কষ্টকর হয়ে পড়ে চোক মুখ জ্বালা শুরু করে। নিঃস্বাস নিতে অনেক কষ্ট হয়,আশেপাশের গ্রামের শিশু ও বৃদ্ধরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে। এলাকাবাসী আরও জানান কারখানায় এসিডের কারবার হওয়ায় গবাদিপশু মৃত্যুর ভয়ে আশেপাশের মাঠের ঘাস কেটে গরু-ছাগলকে কেউ মৃত্যুর ভয়ে খাওয়াতে পারছিনা। কারখানার সাথে প্রভাবশালী মহলের কিছু লোকজন জড়িত থাকায় আমরা প্রাণভয়ে মুখ খুলে কিছু বলতে পারছিনা। তাই অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ সিসা তৈরির কারখানাটি উচ্ছেদ করতে নওগাঁ জেলা প্রশাসক, পুলিশ সুপার, রাজশাহী বিভাগীয় ও নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরসহ মহাদেবপুর উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে এই ব্যাটারী কারখানার মালিক মোঃ শাহজাহান ও রুবেল মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তারা বলেন, আমাদের কারখানার কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কাগজপত্র কিছু নেই, সবাইকে ম্যানেজ করেই আমাদের চলতে হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আপনাদের মাধ্যমে আমি সিসা তৈরির কারখানা বিষয় জানলাম অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মহাদেবপুর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আপনাদের মাধ্যমে আমি সিসা তৈরির কারখানা বিষয় জানলাম অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান আপনাদের মাধ্যমে আমি সিসা তৈরির কারখানা বিষয়ে জানলাম, অতি দ্রুত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অবৈধ কারখানাটি উচ্ছেদ করা হবে। রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাঃ আহসান হাবিব ও নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মলিন মিয়া জানান পরিবেশ ধংশকারী যেকোনো অবৈধ কারখানা বন্ধ করতে আমরা অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি। আপনাদের মাধ্যমে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা বিষয় জানলাম, অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে মহাদেবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফফর হোসেন এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরির কারখানা বিষয়ে আপনাদের মাধ্যমে এই প্রথম জানলাম, তদন্ত সাপেক্ষে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।