মোংলা প্রতিনিধি
মোংলায় পুষ্টি, স্বাস্থ্য বিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের ‘খাসেডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে কোডেক’র কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার স্বপ্নযাত্রা প্রকল্প। এ সময় বিদ্যালয় চত্বরে পুষ্টি বিষয়ক র্যালী, আলোচনা সভা, নাটক, গান ও জারি পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কোডেক স্বপ্নযাত্র প্রকল্পের শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোঃ মোতালেব শেখ, খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কোডেকের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিজের ও পরিবারের সুস্থতার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিককে তার বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন করার মাধ্যমে সার্বিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা গেলে তা পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তেমনি আর্থ-সামাজিক ক্ষতির মুখে পড়ছে দেশ; বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় সমৃদ্ধি। নিজে সচেতন হবো ও অন্যদের সচেতন করবো এবং একই সাথে সুস্থ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখব।