রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপাসিয়ায় সালাউদ্দীন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিল ও সমাবেশ রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময় শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য শিক্ষার আধুনিকায়নে সিলেবাসের কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় -ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত  কালীগঞ্জে যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর রাজারহাটের চাকিরপশার ইউপি’তে মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

মোংলায় পুষ্টি, স্বাস্থ্য বিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা

হোসেন, মোংলা / ৫১ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫, ৮:২৮ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি

 

মোংলায় পুষ্টি, স্বাস্থ্য বিধি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার মিঠাখালী ইউনিয়নের ‘খাসেডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করে কোডেক’র কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার স্বপ্নযাত্রা প্রকল্প। এ সময় বিদ্যালয় চত্বরে পুষ্টি বিষয়ক র‍্যালী, আলোচনা সভা, নাটক, গান ও জারি পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে এ বিদ্যালয়ের শিক্ষার্থী ও কোডেক স্বপ্নযাত্র প্রকল্পের শিক্ষার্থীরা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোঃ মোতালেব শেখ, খাসেরডাঙ্গা এবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কোডেকের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা সবাইকে স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন হয়ে নিজের ও পরিবারের সুস্থতার জন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

 

তারা বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিককে তার বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতন করার মাধ্যমে সার্বিক স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করা গেলে তা পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 

তেমনি আর্থ-সামাজিক ক্ষতির মুখে পড়ছে দেশ; বাধাগ্রস্ত হচ্ছে দেশীয় সমৃদ্ধি। নিজে সচেতন হবো ও অন্যদের সচেতন করবো এবং একই সাথে সুস্থ, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অবদান রাখব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর