মোংলা প্রতিনিধি
মোংলায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮রমজান) পৌর শহরের শ্রম কল্যাণ রোডের ট্রেডার্স জামে মসজিদে এ ইফতারের আয়োজন করেন পৌরসভার ৮নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ওয়ার্ড কান্সিলর মোঃ খোরশেদ আলম। এ ইফতার ও দোয়া মাহফিলে পৌর এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ রোজাদার মুসল্লীরা উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।