বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
কয়রায় অন্তুর্ভূক্তিমূলক দূর্যোগ ঝুঁকি নিরসন কর্মপরিকল্পনা যাচাই সভা বাউবির এমবিএ (বাংলা মাধ্যম) পরীক্ষার ফল প্রকাশ শ্রীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পাঁচটি ইউনিটের সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে মধুপুরের কুড়ালিয়া বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত রংপুর বিভাগে ৫৩ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল ভেড়ামারায় পদ্মায় নৌকা ডুবে ২ কৃষকের মৃত্যু  গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ গাজীপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেনের দায়িত্ব গ্রহণ তেলিহাটি ইউপির তিন সংরক্ষিত মহিলা সদস্যের বিএনপিতে যোগদান

মোংলায় শুরু হয়েছে আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা 

রিপোর্টারের নাম / ২৮৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৩, ৩:৪৪ অপরাহ্ণ

মোংলা প্রতিনিধি :

মোংলায় শুরু হয়েছে আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান ও টি, এস, আই শিক্ষা একাডেমির আয়োজনে মোংলা সরকারী কলেজ জামে মসজিদ চত্বরে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এর বাছাই প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৯টি হেফজ মাদ্রাসার ১০৭জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে থেকে ২৯জন প্রতিযোগী চুড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছে। আগামী ২ মার্চ চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। চুড়ান্ত পর্বে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ হবে। নির্বাচিত সেরা ৩জন ছাড়াও পুরষ্কৃত হবেন বাছাই পর্বে টিকে থাকা শিক্ষার্থীরা।

এ হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএলএস জামে মসজিদের খতিব রেজাউল করিম, মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাহমুদুল হাসান, বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব বনি আমিন, মোহসিনিয়া মাদ্রাসা জামে মসজিদের খতিব রেজাউল করিম, পৌর কবরস্থান জামে মসজিদের খতিব মাওলানা আঃ রউফ, আল হেলাল জামে মসজিদের খতিব মাওলানা ওবায়দুল্লাহ ও বায়তুল মাহফুজ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ফিরোজ।

স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী সোপান’র সভাপতি ও টিএসআই শিক্ষা একাডেমির পরিচালক খন্দকার তুরানুজ্জামান বলেন, এবার তৃতীয়বারের মতো আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। মুলত ২০১৯ সালে এ প্রতিযোগিতার আয়োজন শুরু হলেও মহামারী করোনার কারণে মাঝে তা বন্ধ ছিল। আশা করছি ২০২৩ সালের তৃতীয়বারের এ প্রতিযোগিতার ধারাবাহিকতা ভবিষ্যৎতে অব্যাহত থাকবে। তিনি বলেন, এবারে উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। তাদের মধ্য থেকে শনিবার ২৯জনকে ২ মার্চের চুড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। চুড়ান্ত পর্বে সেরা তিনজনসহ বাছাইয়ে টিকে থাকা শিক্ষার্থীদেরকেও পুরষ্কৃত করা হবে আমাদের সংগঠনের পক্ষ থেকে। তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দরিদ্র শিক্ষার্থীর নানাভাবে সহায়তা প্রদাণের পাশাপাশি আঞ্চলিক হেফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এ সকল কর্মকাণ্ডের মধ্যদিয়ে এ সংগঠনটি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর