মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
যশোরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৫কেজি বিস্ফোরকদ্রব্যসহ ২জন মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে,গত ১৮ নভেম্বর শনিবার বিকাল ৩.৪৫ সময় এসআই মফিজুল ইসলাম, পিপিএম গোপন তথ্যের ভিতিএত সঙ্গীয় এসআই মুরাদ হোসেন এর নেতৃত্বে একটি চৌকশ টিম ঝিকরগাছা থানার লাউজানি রেলক্রসিং এলাকায় চেকপোষ্ট বসিয়ে বেনাপোল থেকে আসা ১টি টিভিএস মোটরসাইকেল যোগে ২ আরোহীকে চেলেঞ্জ করলে গ্রেফতার এড়ানোর উদ্দেশ্যে হেলমেট দিয়ে এসআই মফিজুল ইসলামকে আঘাত করে পলায়নের চেষ্টা করে সে সময় সঙ্গীয় এসআই মুরাদ হোসেন ও ফোর্স মোটরসাইকেল আরোহী ২ জনকে গ্রেফতার করে স্থানীয় জনতার সহায়তায় তল্লাশীকালে তাদের হেফাজত থেকে ৫কেজি ওজনের বোমা/ককটেল তৈরীর বিস্ফোরকদ্রব্য উপাদান পাওয়া যায়।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসা গ্রহন শেষে বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চলমান রাজনৈতিক সহিংসতায় খুলনা অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বোমা/ককটেল বানানোর জন্য খুলনা জেলার সন্ত্রাসী জিতুর নির্দেশে তারা বেনাপোল সীমান্ত থেকে খালিদ নামের এক ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে খুলনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত আসামিরা হল খুলনা সদর উপজেলার বানিয়াখামার গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোঃ হিমেল বাবু(২৪), খুলনা জেলার বটিয়াঘাটা থানার আজাদ খানের ছেলে মোঃ নোমান খান(২৮)।
এবিষয়ে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম বলেন, ৫ কেজি বিস্ফোরকদ্রব্যসহ ২ জনকে আটক করা হয়েছে, তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।