রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপাসিয়ায় সালাউদ্দীন আইউবীর নেতৃত্বে দাঁড়িপাল্লার মিছিল ও সমাবেশ রংপুর-৩ আসনে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ান এর সাথে রিটা রহমান এর মতবিনিময় শিক্ষার্থীদের বৈশ্বিক মানে গড়ে তুলতে ইংরেজি ভাষা চর্চা অপরিহার্য- ডুয়েট উপাচার্য শিক্ষার আধুনিকায়নে সিলেবাসের কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় -ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় ঐক্যের বার্তা নিয়ে ভেসপাবস-এর ফ্যামিলি নাইট ও ডিনার অভ্যর্থনা ভেড়ামারায় ডায়াবেটিক দিবস পালিত  কালীগঞ্জে যুবদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতর রাজারহাটের চাকিরপশার ইউপি’তে মাদক,দাদন ও দূর্নীতি প্রতিরোধ কমিটি গঠন সুজনের রংপুর জেলা ও মহানগর কমিটি গঠন

যুবদের সুপ্ত প্রতিভা জাগরত করণে গাইবান্ধায় নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

মোঃ শিমুল মিয়া গাইবান্ধা প্রতিনিধি   / ১০১ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, জুন ২৪, ২০২৫, ৮:১২ অপরাহ্ণ

মোঃ শিমুল মিয়া গাইবান্ধা প্রতিনিধি

 

যুবদরে সুপ্ত প্রতিভা জাগরত করণে আরএইচস্টপে প্রকল্পের আওতায় গাইবান্ধা জিইউকে ট্রের্নিং এন্ড কমিউইনেকশন সেন্টারে মঙ্গলবার এক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। আরএইচস্টেপ এই নেটওয়ার্কিং সভার আয়োজন করে।

আরএইচস্টেপ কেন্দের ইউনিট প্রধান মো: এনামুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা শাখা ও এনজিও সেল) সালাহ উদ্দিন মাহমুদ, জেলা সমাজসবো কার্যালয়ের উপ পরিচালক মোঃ ফজলুল হক, গাইবান্ধা যুব উন্নয়ন অধদিপ্তর সহকারী পরিচালক মোঃ খাদেমুল ইসলাম, জেলা ট্রের্নিং কো-অর্ডিনেটর মোঃ কামরুল হাসান, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাদল কুমার বর্মন ফুলু, প্রধান শিক্ষক শেখ ফরিদ সরকার, প্রধান শিক্ষক মোস্তফা ফরহাদ, সহকারী প্রধান শিক্ষক বাবুল কুমার, স্টেকহোল্ডার মোঃ রেজা মিয়া, সেবাগ্রহীতা মোছাঃ সুমাইয়া সাফি প্রমুখ। ইউওয়াইপি কার্যক্রম নিয়ে পেজেন্টেশেন উপস্থাপন করেন, ইয়ুথ অফিসার মোছা: আসফিয়া খাতুন ও ইয়ুথ অফিসার মো: তাজবিল ইসলাম।

বক্তারা বাল্য বিবাহের হার বৃদ্ধি কিশোরীদের মাসিককালীন স্বাস্থ্যের অসচতেনতা এবং এর ফলে নানান রোগ বৃদ্ধি শিশু এবং মায়ের অপুষ্টির প্রভাব এবং ক্ষত, প্রতিবন্ধী কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের প্রতিবন্ধকতা এবং নারীর ক্ষমতা বৃদ্ধির উপর বিস্তারিত আলোচনা করেন।

উল্লেখ্য, ওয়ার্কিং সভার মূল লক্ষ্য হলো সরকারি বেসরকার প্রতিষ্ঠানের কর্মকতাদের সাথে ইউওয়াইপি প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম অভিহিত করণ এবং এর আওতায় কিশোর-কিশোরী ও যুবক-যুবতীদের শারীরিক, মানসিক, পারিবারিক, সামাজিক, আর্থ- সামাজিক এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের সমস্যাগুলোর চিহ্নিতকরণ এবং এর আলোকে পরামর্শ গ্রহণ । সেইসাথে তাদের ভিতরে সুপ্ত প্রতিভাগুলো উম্মোচন করণ ও তার মাধ্যমে সমাজ তাদের ব্যক্তিপরিচয় প্রতিষ্ঠা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর